গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার দোহার উপজেলায় ম্যাগজিনসহ বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ মো. জাহিদুল ইসলাম (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত জাহিদুল ইসলাম উপজেলার দক্ষিণ জয়পাড়া এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে। শুক্রবার (২১ জুলাই) দুপুরে দোহার থানায় সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন দোহার সার্কেল এএসপি মো. আশরাফুল আলম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নূরপুর এলাকায় দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামালের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করেন। সেসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি কৌশলে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে।
এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করে। এঘটনায় দোহার থানায় একটি অস্ত্র মামলা দায়ের করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়।
৪ দিন ২১ ঘন্টা ৫১ মিনিট আগে
৪ দিন ২১ ঘন্টা ৫২ মিনিট আগে
৯ দিন ৩ ঘন্টা ৫৬ মিনিট আগে
১০ দিন ১ ঘন্টা ১০ মিনিট আগে
১০ দিন ১ ঘন্টা ১১ মিনিট আগে
২১ দিন ২৩ ঘন্টা ৭ মিনিট আগে
২৩ দিন ২২ ঘন্টা ৩৮ মিনিট আগে
৪১ দিন ২৩ ঘন্টা ৫৬ মিনিট আগে