আমার বাড়ি আইসো নাগর
রঙিন তরী বাইয়া,
শ্রাবণ মাসে খালে বিলে
যায় নতুন পানিতে ছাইয়্যা।
এমন দিনে কদম বলে
হলুদ সাদার মেলা,
তোমার লাইগা নকশিকাঁথায়
মনের কথা করে খেলা।
শহর থিকা আসবা বাড়ি
হাটে নাইমা কিনবা চুড়ি
পায়ের লাগি আলতা,
মনের কথায় ভর্তি আছে
আমার কুঁড়ে ঘরটা।
শ্রাবণ দিনে বিলে-ঝিলে
পদ্ম শাপলার বাহার,
মাঝ পথে নাইমা তুমি
কইরা লইয়ো আমার৷
বাড়ি আইলে দেখবা তুমি
অখন গেরাম শাবন মাসের বাড়ি
নতুন ঘরের টিনের চালে
বৃষ্টি পরে কারি কারি।
নাগর তোমার প্রেম বিরহে
মন শ্রাবণের দেখে,
বাড়ি ফিরা দেখবা তুমি
আমি আছি লজ্জায় মিশে।
আফরিনা সুলতানা ঈশিতা
শিক্ষার্থী, বাংলা বিভাগ,
দোহার-নবাবগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ।
নবাবগঞ্জ, ঢাকা।
৪ দিন ২১ ঘন্টা ৫১ মিনিট আগে
৪ দিন ২১ ঘন্টা ৫২ মিনিট আগে
৯ দিন ৩ ঘন্টা ৫৬ মিনিট আগে
১০ দিন ১ ঘন্টা ১০ মিনিট আগে
১০ দিন ১ ঘন্টা ১১ মিনিট আগে
২১ দিন ২৩ ঘন্টা ৭ মিনিট আগে
২৩ দিন ২২ ঘন্টা ৩৮ মিনিট আগে
৪১ দিন ২৩ ঘন্টা ৫৬ মিনিট আগে