আমার মনটা বর্ষার আকাশের মত,
কয়েকদিন থেকে কেমন এলোমেলো।
বর্ষার আকাশে যেমন
হঠাৎ রোদ চমকে উঠে,
আবার মুহুর্তে ছেয়ে যায় কালো মেঘে।
আমিও হয়ে গেছি তেমন।
এই ভালো, এই খারাপ।
মহাকাশের নক্ষত্রের মত ছুটে চলা,
অনির্দিষ্ট পথের বাঁকে হেটে যাওয়া।
একজন প্রশ্ন করলেন,
জীবন কী এভাবে কাটে?
উত্তর দিলাম,
জীবনকে তার নিজস্ব নিয়মে
পরিচালনা করায় যে সুখ,
তা রুটিনের ভিতর নেই।
হ্যাঁ, এতটুকু হয়,
জীবনের গতিপথ পালটায়।
অনেক কিছুর মালিক হওয়া যায়।
তবে অনির্দিষ্টের সে সুখ নেই।
কেউ কেউ বলেন,
আমি গন্তব্যহীন,
সবার অপছন্দের!
আমি ভাবি,
আমাকে মানুষ পছন্দ করার কোনো কারণ নেই। সবকিছুহীন এই ছেলেকে
কেউ পছন্দ করবেনা
আমি নিজেকে মানিয়ে নিতে পারি,
সব পরিস্থিতিতে।
প্রচন্ড মন খারাপেও
হাসি মুখে থাকতে পারি অবলীলায়।
কারো ভালো লাগতে না পারে।
কারো পছন্দ হতে না পারে।
গন্তব্যহীন মন্তব্যের এই ছেলেটা,
একদিন হারিয়ে যাবে মাটির গহীনে।
সেদিন হয়তো কেউ কেউ পস্তাবে,
হয়তো কেউ কাঁদবে....!
২ দিন ১৪ ঘন্টা ২৮ মিনিট আগে
২৭ দিন ৯ ঘন্টা ৪৫ মিনিট আগে
২৮ দিন ৯ ঘন্টা ৩৩ মিনিট আগে
২৮ দিন ১২ ঘন্টা ২২ মিনিট আগে
৩৫ দিন ৮ ঘন্টা ৬ মিনিট আগে
৩৭ দিন ১২ ঘন্টা ৮ মিনিট আগে
৩৯ দিন ১২ ঘন্টা ৪৮ মিনিট আগে
৪৮ দিন ১৭ ঘন্টা ৩ মিনিট আগে