হবিগঞ্জ থেকে সৈয়দ আব্দুল মান্নান।। হবিগঞ্জের বাহুবল উপজেলায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জম্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে উপজেলা প্রশাসন নানান কর্মসূচির আয়োজন করে। ১৭ মার্চ সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর ম্যুরালে আনুষ্ঠানিক ভাবে শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে এক বর্নাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান।বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ রুহুল আমিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আবুল খয়ের, বীর মুক্তিযোদ্ধা আবুল হাশিম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইয়াকুত মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন,বাহুবল মডেল থানার ওসি রকিবুল ইসলাম খান।সভাশেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
২ দিন ১৪ ঘন্টা ২৬ মিনিট আগে
২৭ দিন ৯ ঘন্টা ৪৩ মিনিট আগে
২৮ দিন ৯ ঘন্টা ৩১ মিনিট আগে
২৮ দিন ১২ ঘন্টা ২০ মিনিট আগে
৩৫ দিন ৮ ঘন্টা ৪ মিনিট আগে
৩৭ দিন ১২ ঘন্টা ৬ মিনিট আগে
৩৯ দিন ১২ ঘন্টা ৪৬ মিনিট আগে
৪৮ দিন ১৭ ঘন্টা ২ মিনিট আগে