যশোরের অভয়নগর উপজেলায় নওপাড়া শহরে বিএনপি-জামায়ত তথা দেশ বিরোধী জোটের অব্যাহত সন্ত্রাস, নৈরাজ্য, আগুন সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের আয়োজনে (৮ ডিসেম্বর বৃহস্পতিবার) বিকালে শিল্প নগরী নওয়াপাড়া শহরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ এবং পরে যশোর-খুলনা মহাসড়কে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, রাজঘাট-নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার হোসেন, পৌর কাউন্সিলর ও যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সফি কামাল, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সুলতানা আরেফা মিতা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা আওয়ামী লীগ নেতা মোল্যা আনোয়ার হোসেন। বক্তারা বলেন, অভয়নগরের মাটি আওয়ামী লীগের ঘাটি। এখানে বিএনপি-জামায়ত কোন ধরণের অরাজগতা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সকলকে সতর্ক থাকার আহবান জানান।
১ দিন ১৭ ঘন্টা ৫৯ মিনিট আগে
২ দিন ১৮ ঘন্টা ৩ মিনিট আগে
৩ দিন ১৮ ঘন্টা ১৫ মিনিট আগে
১২ দিন ২৩ ঘন্টা ৪১ মিনিট আগে
১৭ দিন ৬ ঘন্টা ৫ মিনিট আগে
১৮ দিন ৬ ঘন্টা ১ মিনিট আগে
২৩ দিন ১৯ ঘন্টা ২ মিনিট আগে
২৪ দিন ১৭ ঘন্টা ৫৫ মিনিট আগে