জন্মলগ্ন থেকে প্রতিবন্ধী ১১ বছরের শিশু জুবায়ের হোসেন আর ঘুঘুরাইল গ্রামের আব্দুল মান্নান পল্লী বিদ্যুতের খুটি থেকে পড়ে পঙ্গুত্ব বরণ করছেন দীর্ঘ ১২ বছর। বহুবার মানুষের দ্বারে দ্বারে ঘুরে মেলেনি একটি হুইল চেয়ার। অবশেষে আমেনা করিম ফাউন্ডেশনের দারস্ত হন তারা।
বৃহস্পতিবার দুপুরে আমেনা করিম ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে প্রতিবন্ধী জোবায়ের ও মান্নানকে হুইল চেয়ার প্রদান করেন আমেনা করিম ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির হোসেন পান্নু। চেয়ার পেয়ে বেজায় খুশি তারা। প্রতিবন্ধী শিশু জুবায়ের হোসেন উপজেলার ঘুঘুরাইল গ্রামের ইউনুস হোসেনের পুত্র এবং একই গ্রামের মৃত আনসার আলীর পুত্র আব্দুল মান্নান।
হুইল চেয়ার বিতরণকালে উপস্থিত ছিলেন ধলিগাতী সুন্দলপুর আলিম মাদ্রাসার অধ্য এসএমএ ওয়াদুদ, বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম, প্রভাষক মাওঃ শরিফুল ইসলাম, সাবেক ইউপি সদস্য ইউনুস আলী, ব্যবসায়ী ইমরুল, নাজিম হোসেন, আশিকুর রহমান, মহিবুল্লাহ, শাহাঙ্গীর প্রমূখ।
১ দিন ১৭ ঘন্টা ৫৯ মিনিট আগে
২ দিন ১৮ ঘন্টা ৩ মিনিট আগে
৩ দিন ১৮ ঘন্টা ১৫ মিনিট আগে
১২ দিন ২৩ ঘন্টা ৪১ মিনিট আগে
১৭ দিন ৬ ঘন্টা ৫ মিনিট আগে
১৮ দিন ৬ ঘন্টা ১ মিনিট আগে
২৩ দিন ১৯ ঘন্টা ২ মিনিট আগে
২৪ দিন ১৭ ঘন্টা ৫৫ মিনিট আগে