মণিরামপুরে আশ্রয়ণ প্রকল্পের ১০ ঘরে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাড়িয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য়্য এমপি। বুধবার দুপুরে তিনি ক্ষতিগ্রস্থদের খোঁজখবর নিতে ঘটনাস্থলে যান। এসময় ক্ষতিগ্রস্থ প্রতিবারের মাঝে ২৫ হাজার টাকা, দুই বান টিন ও ১০টি নতুন ঘর নির্মানের আশ্বাস প্রদান করেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্থদের পাশে দাড়িয়েছেন। উপজেলা বিএনপির আহবায়ক অ্যাড. শহীদ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে যান ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চাল—ডালসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র প্রদান করেন।
মণিরামপুর থানা বিএনপির যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মিন্টুর নেতৃত্বে একটি টিম ক্ষতিগ্রস্থদের মাঝে তিন বেলা রান্না করা খাবার ও নতুন হাড়ি—পাতিল প্রদান করেন। বিএনপি নেতা মুছার নেতৃত্বে আরও একটি টিম ক্ষতিগ্রস্থদের মাঝে নতুন বস্ত্র প্রদান করা হয়। সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলুর নেতৃত্বে একটি টিম ক্ষতিগ্রস্থদের মাঝে খাবার প্রদান করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩০ কেজি চাল প্রদান করা হয়। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চুর পক্ষ থেকে ৩০টি কম্বল ও ২০টি মশারি প্রদান করা হয়। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন আওয়ামীলীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ কমিটির নির্বাহী সদস্য ওসসিটি প্লাজার চেয়ারম্যান এস এম ইয়াকুব আলী। উল্লেখ্য, গত সোমবার বিকেলে মণিরামপুর উপজেলা গোবিন্দপুর আশ্রয়ণ প্রকল্পে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ১০ টি বসতঘর ভূষ্মিভুত হয়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।
১ ঘন্টা ৫২ মিনিট আগে
৯ ঘন্টা ৫৩ মিনিট আগে
১ দিন ১ ঘন্টা ৪৯ মিনিট আগে
১ দিন ৩ ঘন্টা ৪০ মিনিট আগে
৩ দিন ২৬ মিনিট আগে
৪ দিন ৩০ মিনিট আগে
৫ দিন ৪২ মিনিট আগে
১৪ দিন ৬ ঘন্টা ৮ মিনিট আগে