যশোরের অভয়নগর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে সোমবার (১৩ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, মিনারা পারভীন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদ করিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, উপজেলা প্রধান শিক্ষকদর পক্ষ থেকে তপন কুমার বিশ্বাস, শিক্ষিকাদের পক্ষ থেকে লক্ষী সরকার, পরিচালনা পর্ষদের পক্ষ থেকে এস এম ফরিদ আহম্মেদ, আবু দাউদ।
প্রাথমিক কোচিং বাণিজ্যে শিক্ষার্থী ও অভিভাবকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই মর্মে, ঐসব শিক্ষকের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থাসহ কোচিং বাণিজ্য বন্ধে ব্যবস্থা গ্রহণের জন্য জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তারা এ দাবি করেন।
১ ঘন্টা ৫২ মিনিট আগে
৯ ঘন্টা ৫৩ মিনিট আগে
১ দিন ১ ঘন্টা ৪৯ মিনিট আগে
১ দিন ৩ ঘন্টা ৪০ মিনিট আগে
৩ দিন ২৬ মিনিট আগে
৪ দিন ৩০ মিনিট আগে
৫ দিন ৪২ মিনিট আগে
১৪ দিন ৬ ঘন্টা ৮ মিনিট আগে