পবিত্র মাহে রমজানের প্রথম দিনটি জুম্মাবার হওয়ায় মসজিদ গুলোতে মুসল্লীদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায়।
সারা দেশের ন্যায় যশোরের অভয়নগরে প্রতিটি মসজিদে ছিল মুসল্লিদের উপচেপড়া ভিড়। মসজিদগুলোতে ছিল নানা বয়সী মুসল্লিদের ব্যাপক উপস্থিতি। অধিকাংশ মসজিদে জায়গা ভরে রাস্তার অনেক দূর পর্যন্ত মুসল্লিদের নামাজের কাতার লক্ষ্য করা গেছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রমজানের প্রথম দিনে প্রথম জুমাবারে অনুষ্ঠিত হয় জুম্মার নামাজ।
জুমার আজানের আগেই মসজিদমুখী হন মুসল্লিরা। শিশু-কিশোর আর যুবকদের উপস্থিতি ছিল বেশি। খতিব ও ইমাম সাহেবরা মাহে রমজানের ফজিলত বর্ণনা করেন তাদের খুতবায়। আলোচনায় প্রাধান্য পায় রমজানের বিভিন্ন মাসলা-মাসায়েল। সিয়াম সাধনার মাস মাহে রমজানে বেশি বেশি ইবাদতের পাশাপাশি কোরআন তেলাওয়াত, সাধ্যমতো দান-খয়রাতের তাগিদ দেওয়া হয়।
প্রতিটি মসজিদের নামাজের পর মুসলিম উম্মাহের জন্য এবং বিশ্ব শান্তির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে সবার গুনাহ মাফ, দেশের শান্তি সমৃদ্ধি ও বিশ্বের মুসলিম সম্প্রদায়ের জন্যও দোয়া করা হয়।
আজ রমজানের অন্যান্য দিনের চাইতে সকল মসজীদে জুমার নামাজ আদায় করতে মুসল্লিরা ধর্মিয় ভাবগাম্বির্য ও আবেগ পরিপূর্ন।
পবিত্র রমজানের প্রথম জুমা: দোয়া কবুলের দিন।
রমজান মাসের সব আমল বহুগুণে বর্ধিত হয়। প্রতি ওয়াক্তের নামাজসহ তারাবি, তাহাজ্জুদ, সুন্নত ও নফল নামাজ সবকিছুই আলাদা গুরুত্বসহকারে আদায় করা হয়। আর রমজান মাসের জুমাবার মুসলমানদের জন্য আরো বেশি গুরুত্ব ও ফজিলতপূর্ণ একটি দিন। এই দিন হোক আমাদের আমলের মাইলফলক।
পবিত্র রমজানের জুমার দিন হওয়ায় এর ফজিলত ও গুরুত্ব আরো অনেকগুণ বেশি। পবিত্র কোরআন ও হাদীসে জুমার দিনের বহু ফজিলত বর্ণিত হয়েছে।
আল্লাহ তায়ালা এই দিনের প্রতি গুরুত্ব দিয়ে পবিত্র কোরআনে ইরশাদ করেন, يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِي لِلصَّلَاةِ مِن يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ذَلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ
‘মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের আজান দেয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের পানে ত্বরা কর এবং বেচাকেনা বন্ধ কর। এটা তোমাদের জন্যে উত্তম যদি তোমরা বুঝ।’ (সূরা: আল জুমুআ, আয়াত: ৯)
পবিত্র কুরআনের এই যে নির্দেশনা, জুমার আজান হওয়ার সঙ্গে সঙ্গেই সব কিছু ফেলে মসজিদে যাওয়া, তার প্রশিক্ষণ আজকের এই জুমা থেকেই শুরু হোক।
জুমার এইসব ফজিলত চিরন্তন। রমজান মাসে এই ফজিলত আরো বহুগুণে বৃদ্ধি পায়। তাই পবিত্র রমজান মাসের এই প্রথম জুমাকে গুরুত্ব দিয়ে মুসল্লিরা অধিক আগ্রহে মসজিদে হাজির হয়।
১ ঘন্টা ৫৪ মিনিট আগে
৯ ঘন্টা ৫৫ মিনিট আগে
১ দিন ১ ঘন্টা ৫১ মিনিট আগে
১ দিন ৩ ঘন্টা ৪২ মিনিট আগে
৩ দিন ২৮ মিনিট আগে
৪ দিন ৩২ মিনিট আগে
৫ দিন ৪৪ মিনিট আগে
১৪ দিন ৬ ঘন্টা ১০ মিনিট আগে