যশোরের অভয়নগরে নওয়াপাড়া রেল স্টেশনে জীবন অতিবাহিত করছেন ঝিকরগাছার অসহায় বৃদ্ধা আইসা বেগম
মঙ্গলবার সকাল সাতটায় নওয়াপাড়া রেলওয়ে স্টেশনে অপেক্ষমান যাত্রীদের কাছে ক্রেস্ট ভর করে সাহায্যের আবেদন করছেন ঝিকরগাছার অসহায় আয়েশা বেগম।
কথা হয় তার সঙ্গে- তিনি বলেন চার বছর আগে তার স্বামী মারা গেছে, তিনটি সন্তান ছিল তার, বড় মেয়ে দেশ স্বাধীনের সময় হারিয়ে গেছে, তার সঙ্গে আর দেখা হয়নি, দুইটি ছেলে ছিল তার একটি মারা গেছে আরেকটি হারিয়ে গেছে, দুনিয়ায় আপন বলতে তার আর কেউ নাই। সহায় সম্বল বলেও আর কিছু নাই, তিনি বলেন এক বৎসর ধরে এই স্টেশনে জীবন কাটাচ্ছি,
কিভাবে তার দিন কাটে এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, হাতে ভিক্ষার ঝুলি প্রতিদিন এভাবে মানুষের নিকট থেকে সাহায্য করে যা পায় তা দিয়েই চলে, দশ টাকায় এখন আর হোটেলে ভাত খেতে দেয়না, খুব কষ্টে আছি,বড় কষ্টে, মটর সাইকেল দুর্ঘটনায় হাত -পা ভাঙা গেছে, তা নাহলে পরের বাসায় কাজ করে খেতাম। আক্ষেপ করে বলেন গতকাল ট্রেন চলিনি টাকা পয়সা হয়নি আজ সকালের শুরুতে মানুষের নিকট সাহায্য সহযোগিতার জন্যে বেরিয়েছি আল্লাহ যে ভাবে চালায়। আক্ষেপ করে বলেন খুব কষ্টের জীবন আমার, খাওয়ার কষ্ট, থাকার কষ্ট।
১ ঘন্টা ৫২ মিনিট আগে
৯ ঘন্টা ৫৩ মিনিট আগে
১ দিন ১ ঘন্টা ৪৯ মিনিট আগে
১ দিন ৩ ঘন্টা ৪০ মিনিট আগে
৩ দিন ২৬ মিনিট আগে
৪ দিন ৩০ মিনিট আগে
৫ দিন ৪২ মিনিট আগে
১৪ দিন ৬ ঘন্টা ৮ মিনিট আগে