মোঃ মনোয়ার হোসেন
পাঁচবিবি(জয়পুরহাট)প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে ভুক্তভোগীর অভিযোগ পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় প্রায় অর্ধলক্ষ টাকার একটি গরুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের আয়মা জামালপুর গ্রামে ।
অভিযোগ ও ভুক্তভুগীর পরিবার সূত্রে জানা যায়, উপজেলার আয়মা জামালপুর গ্রামের মোজাম্মেল হকের পুত্র শাহজালাল (২৫) এর একটি বাছুর পেটের সমস্যায় অসুস্থ হলে তিনি উপজেলার শিমুলতলী বাজারের পল্লী পশু চিকিৎসক নাজমুল হোসেন কে ওরফে বাবুর স্মরনাপন্ন হন। উক্ত পল্লী চিকিৎসক বাছুরটির চিকিৎসা হিসাবে ৩টি ইনজেকশন পুশ করতে গিয়ে একটি বাছুরের শরীরের ভেঙ্গে ফেলেন পরে একটি ব্যবস্থা পত্র দিয়ে চলে যান।
এ ঘটনার দুদিনপর বাছুর গরুটির অবস্থার অবনতি হলে পুনরায় নাজমুল হোসেনকে ফোন দিয়ে আসতে বললে সে আসতে পারবে না বলে জানান। পরে নিরুপায় হয়ে বাছুরটি নিয়ে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে চিকিৎসা নিয়ে বাড়ি যায়। এই অবস্থায় বাড়ীতে নিয়ে গেলে বাছুরটি মারা যায়।
এবিষয়টি পল্লী পশু চিকিৎসক নাজমুলকে জানালে সে বলে মানুষেরই গ্যারান্টি নাই, আর গরু ছাগল মারা গেলে কি হবে।
এ বিষয়ে পল্লী পশু চিকিৎসক নাজমুল হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান আমার নামে যে অভিযোগটি করা হয়েছে কতটুকু সত্যি আমি জানিনা আমি প্রাথমিক চিকিৎসা দিয়েছি।
৩নং আয়মা রসুলপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মুশফিকুর রহমান বলেন একজন ডাক্তারের ভুল চিকিৎসায় অসহায় পরিবারের এত বড় ক্ষতি মেনে নেওয়ার মতো না তার সুষ্ঠু বিচার দাবি করছি।
এবিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নিয়ায কাযমীর জানান, বিষয়টি আমি শুনেছি, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্হা নেয়া হবে।
৩ ঘন্টা ৩৩ মিনিট আগে
১ দিন ৮ ঘন্টা ১৭ মিনিট আগে
৪ দিন ৭ ঘন্টা ১৮ মিনিট আগে
৬ দিন ৯ ঘন্টা ৫ মিনিট আগে
৬ দিন ২৩ ঘন্টা ৫৯ মিনিট আগে
৮ দিন ৯ ঘন্টা ১৪ মিনিট আগে
১১ দিন ৪০ মিনিট আগে
১১ দিন ৩ ঘন্টা ১৭ মিনিট আগে