জয়পুরহাটের আক্কেলপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ওমর ফারুক (২০) নামে এক মসজিদের ইমাম নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার সোনামুখী ইউনিয়নের উত্তর হলহলিয়া গ্রামের মুসা হোসেনের বাড়িতে। তিনি ওই বাড়িতে স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন। ওমর ফারুকের বাড়ি বগুড়া জেলার গাবতলী গ্রামে। তিনি ওই গ্রামের রিমন আলীর ছেলে। তিনি হলহলিয়া জামে মসজিদের ইমাম ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর পূর্বে হলহলিয়া জামে মসজিদের ইমাম হিসেবে যোগদান করেন ওমর ফারুক। আজ শুক্রবার জুমার নামাজের জন্য গোসল করছিলেন ওমর ফারুক।গোসল শেষে মটরের সুইচ বন্ধ করার সময় তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহতের স্ত্রী লায়লা বেগম বলেন, আমার স্বামী জুমার নামাজ পড়াতে যাওয়ার জন্য গোসল করার জন্য মটর দিয়ে পানি উঠানোর জন্য অন্য একটি বিদ্যুতের বোর্ড থেকে মটরের সুইচ বোর্ডে বিদ্যুৎ সংযোগ দিয়েছিল।গোসল শেষে ওই সুইচ বন্ধ করার সময় বিদ্যুতের তারে জরিয়ে পড়েন। আমি বাঁচাতে গেলে বিদ্যুতের সর্টসাকির্টে আমিও আহত হই। ততক্ষণে আমার স্বামীর প্রাণ চলে যায়। স্বামীর মৃত্যুতে আমার কারো প্রতি কোন অভিযোগ নেই। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। নিহত ইমাম গোসল শেষে বিদ্যুতের সুইচ বন্ধ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা জান। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়। এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।
১ ঘন্টা ১২ মিনিট আগে
২২ ঘন্টা ২ মিনিট আগে
১ দিন ৮ ঘন্টা ৪৪ মিনিট আগে
৩ দিন ৪ ঘন্টা ২ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ৩১ মিনিট আগে
৫ দিন ৮ ঘন্টা ১৮ মিনিট আগে
৬ দিন ২৫ মিনিট আগে
৭ দিন ৫ ঘন্টা ৯ মিনিট আগে