কুড়িগ্রাম সদর থানা পুলিশের বিশেষ অভিযানে শহরের জজকোর্ট চত্বর থেকে ১২টি চুরি ও ৯টি মাদক মামলার এক আসামীসহ চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ জানুয়ারি) আদালতের মাধ্যম আসামীদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
এ তথ্য জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোঃ শাহরিয়ার।
গ্রেফতাররা হলেন, জেনারেল হাসপাতাল এলাকার বস্তি পাড়ার আসিফ ইকবাল (৪০), একই এলাকার সাদ্দাম (২৯) ও হরিকেস মধ্যপাড়ার হৃদয় (২৬)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে সদর থানা পুলিশের বিশেষ অভিযানে শহরের জজকোর্ট চত্বর এলাকা থেকে ১২টি চুরি ও ৯টি মাদক মামলার আসামী আসিফ ইকবাল, ৩টি চুরি ও ৬টি মাদক মামলার আসামি একই এলাকার সাদ্দাম এবং একটি চুরি ও ৩টি মাদক মামলার আসামী হৃদয়কে চোরাই মোটরসাইকেল ও চোরাই মালামাল সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, 'এই চোর চক্রটি বিভিন্ন সময়ে কুড়িগ্রাম শহরে চুরি ও মাদকের কারবার করে আসছিলো। পরবর্তীতে কুড়িগ্রাম সদর থানা পুলিশের বিশেষ অভিযানে এই চক্রটিকে হাতেনাতে গ্রেফতার হয়। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।'
১ দিন ৫ ঘন্টা ১০ মিনিট আগে
২ দিন ৫ ঘন্টা ৫৯ মিনিট আগে
২ দিন ৬ ঘন্টা ৩৫ মিনিট আগে
২ দিন ২৩ ঘন্টা ৪২ মিনিট আগে
৩ দিন ২ ঘন্টা ১৩ মিনিট আগে
৩ দিন ৩ ঘন্টা ৩৯ মিনিট আগে
৬ দিন ১ ঘন্টা ৪ মিনিট আগে
৬ দিন ১৯ ঘন্টা ৫১ মিনিট আগে