সেনবাগ নবীপুরে মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন সুন্দরবনে দস্যু আতঙ্ক, কোস্ট গার্ডের অভিযানে বনজীবিদের স্বস্তি ববিতে ঈদের ছুটি শেষে হল চালু হলেও চালু হয়নি হলের ক্যান্টিন, ভোগান্তিতে শিক্ষার্থীরা নাসিরনগর বিআরডিবি‘র চেয়ারম্যান আমিরুল হোসেন চকদার ও ভাইস চেয়ারম্যান আকতার হোসেন ভূইয়া নির্বাচিত সুন্দরবনে নতুন দস্যু আতঙ্ক, কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযানে জেলেদের স্বস্তি ববিতে ঈদের ছুটি শেষে হল চালু হলেও চালু হয়নি হলের ক্যান্টিন, ভোগান্তিতে শিক্ষার্থীরা রূপসী ম্যানগ্রোভ পিকনিক স্পট পর্যটন কেন্দ্রটি ইছামতি ভেড়ি বাঁধ ভেঙে নদী গর্ভে বিলীন সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের প্রশিক্ষণ সাতক্ষীরা ভোমরা কাস্টমস্ সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা জিজ্ঞাসাবাদের জন্য সাবেক চেয়ারম্যান মোস্তাকিম তিন দিনের রিমান্ডে নন্দীগ্রামে প্লাস্টিকের মোড়ক ব্যবহার করে জরিমানা গুনলেন ব্যবসায়ী নন্দীগ্রামে কৃষকদলের সম্মেলন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করে শিক্ষককে গণপিটুনি। বিএনপি অফিস অগ্নিসংযোগ ও হামলা, সাবেক এমপি সারোয়ার কবিরের জামিন নামঞ্জুর বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. মুহাম্মদ ইউনূস মৌলভীবাজারে প্রধান শিক্ষক অপসারণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি মোংলায় ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সিলেটের জামেয়া ইসলামিয়া আরাবিয়া শামীমাবাদ মাদ্রাসায় দাওরায়ে হাদীসের উদ্বোধন ও ইফতেতাহী দরস সম্পন্ন দুপুর পযর্ন্ত কক্সবাজারে সর্বোচ্চ ৬০ মিলিমিটার বৃষ্টিপাত অপারেশন ডেভিল হান্ট, শান্তিগঞ্জে যুবলীগ নেতা শহিদ মিয়া গ্রেফতার

কুড়িগ্রামে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন 


কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর আদর্শ দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নানা অনিয়ম ও দূর্নীতির প্রতিবাদে এবং  প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে  বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা মানববন্ধন করেছে। 


বুধবার সকাল সাড়ে ১০ টায় কুড়িগ্রাম -নাগেশ্বরী  মহাসড়কের আলপের তেপথি এলাকায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


উল্লেখ্য যে,অভিযোগে জানা যায়, গত ২৭-১০-২০২২ইং তারিখে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যদের ফাঁকা রেজুলেশনে স্বাক্ষর গ্রহণ করে ৩জন ৪র্থ শ্রেণির কর্মচারী নিয়োগ দেখিয়ে ৩০ লক্ষ টাকা গ্রহণ করে নিয়োগ প্রদান করেছে। যা ম্যানেজিং কমিটির সদস্যরা কেউই জানেন না। এছাড়াও প্রধান শিক্ষক মোঃ আব্বাছ আলী ম্যানেজিং কমিটির সদস্যগণকে ভুল বুঝিয়ে ফাঁকা রেজুলেশন খাতায় স্বাক্ষর গ্রহণ করে নিজের সুবিধা মতো কর্মকান্ড করে আসছেন। এমনকি কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বিদ্যালয়ে খেয়াল-খুশি মতো উপস্থিত থাকেন। অপরদিকে, এসব অভিযোগ উঠায় তিনি গত ১মাস ধরে বিদ্যালয়ে আসা পুরোপুরি বন্ধ করে দিয়েছেন। এতে করে বিদ্যালয়ের নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। 

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ বদিয়ার রহমান জানান, নিয়োগ কমিটিতে বিদ্যালয়ের সভাপতি পদাধিকার বলে সভাপতি। অথচ আমি সভাপতি হিসেবে নিয়োগ বোর্ডে উপস্থিত ছিলাম না। আমার অনুপস্থিতিতে নিয়োগ বোর্ডের কার্যক্রম কিভাবে পরিচালিত হইল যাহা আমাদের বোধগম্য নহে। অপরদিকে, ৪র্থ শ্রেণির যে ৩জন কর্মচারী  নিয়োগ দেয়া হয়েছে তা বিদ্যালয় ম্যানেজিং কমিটির কোন সদস্য কিংবা অন্যান্য শিক্ষকগণও অদ্যাবধি জানেন না। অভিভাবক সদস্য জাবেদ আলী জানান, বিদ্যালয়ে দীর্ঘদিন যাবৎ আয়-ব্যয়ের কোন হিসাব-নিকাশ কমিটি বরাবরে দাখিল কিংবা অনুমোদন নেয়া হয়নি। বিদ্যালয়ের সংরক্ষিত তহবিলের হিসাব নাম্বার, সাধারণ তহবিলের হিসাব নাম্বার, উপবৃত্তির টিউশন ফি উত্তোলনের হিসাব নাম্বার আমাদেরকে জানানো হয় না। তিনি আরো বলেন, জনতা ব্যাংকের স্টেটমেন্ট অনুযায়ী ২ লাখ ১৯ হাজার ৬শত ২৫ টাকা সাধারণ তহবিল হইতে উত্তোলন, উপবৃত্তি টিউশন ফি তহবিল হইতে ১ লাখ ৪৬ হাজার ৪শত টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন। এ ছাড়াও উক্ত প্রধান শিক্ষক বাংলাদেশ সরকারের নির্বাহী আদেশ অনুযায়ী বিদ্যালয়ে কোন জাতীয় দিবস পালন করেন না এবং বর্তমান সরকারের বিরুদ্ধে স্বাধীনতা বিরোধী কথা-বার্তা বলে আসছেন। 


গত ১৬-০১-২০২৩ইং তারিখের ম্যানেজিং কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী এসব অভিযোগ তুলে কেন ঐ শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ তথা সাময়িক বরখাস্ত করা হবে না এই মর্মে বিদ্যালয় ম্যানেজিং কমিটির পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। 


এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্বাছ আলী নিয়োগের বিষয়টি স্বীকার করে বলেন, উক্ত ৩জন ৪র্থ শ্রেণির কর্মচারীর ইতিমধ্যে এমপিও ভুক্ত হয়েছে। তারা স্কুলের গ্যারেজ ঘর নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছে। আমি তাদের কাছ থেকে কোন টাকা গ্রহণ করিনি। ম্যানেজিং কমিটি আমাকে বেকায়দায় ফেলানোর জন্য বিভিন্নখানে আবেদন নিবেদন করছেন। 




আরও খবর