লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যারেজ এলাকায় নৌকা ডুবির ঘটনা ঘটেছে। নিজের নাতিসহ আরও কয়েকজনকে নদী পার করতে গিয়ে নানা কোরবান আলী নিখোঁজ হয়েছেন।
রবিবার (২৩ এপ্রিল) দুপুরে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের উজানে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, ওই উপজেলার সানিয়াজান ইউনিয়নের ময়েজদ্দিনের ছেলে কোরবান আলী তিস্তা নদীর অপর প্রান্ত থেকে নাতিদের নিয়ে ছোট একটি নৌকায় নদী পার হওয়ার চেষ্টা করেন। নদীর মাঝ পথে বাতাস শুরু হলে নৌকাটি ডুবে যায়। পরে স্থানীয়রা অন্য নৌকা নিয়ে ছুটে গিয়ে নাতিদের উদ্ধার করলেও নানা কোরবান আলীকে এখনো উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিস।
হাতীবান্ধা ফায়ার সাভির্সের ইনচার্জ নিরমল কুমার রায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মরদেহ না পাওয়া পযন্ত আমাদের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।
২ দিন ১৪ ঘন্টা ৩৫ মিনিট আগে
১৮ দিন ১২ ঘন্টা ১৮ মিনিট আগে
৯১ দিন ১৮ ঘন্টা ৪৩ মিনিট আগে
৯৫ দিন ১৬ ঘন্টা ৩২ মিনিট আগে
১১৫ দিন ১০ ঘন্টা ১৮ মিনিট আগে
১৩৯ দিন ৩ ঘন্টা ৭ মিনিট আগে
১৪৩ দিন ১৭ ঘন্টা ১৬ মিনিট আগে
১৫৯ দিন ২০ ঘন্টা ৫২ মিনিট আগে