লালমনিরহাট রেলওয়ে ষ্টেশনে রেলের বিভিন্ন উন্নয়নমূলক নির্মাণ কাজ সম্পন্ন করায় রেল ষ্টেশন ব্যবহারকারী যাত্রী সাধারণের বিভিন্ন অসুবিধা ও দুর্ভোগ বৃদ্ধি পেয়েছে। আমরা জানি যে, রেল ষ্টেশন একটি পাবলিক প্লেচ। বর্তমান রেল ওভার ব্রীজটির অর্ধেকটা উঁচু করে নির্মাণ করার জনসাধারণ; বয়স্ক, প্রতিবন্ধী রোগী ও শিশুদের ব্রীজে ওঠানামার সমস্যা সৃষ্টি হয়েছে। ব্রীজ থেকে ১নং প্লাটফর্মে নামার কোন সিঁড়ি নাই। ১ ও ২নং প্লাটফর্ম অতি উঁচু করে নির্মাণ করা হয়েছে। তাই ষ্টেশন থেকে ২, ৩ ও ৪নং প্লাটফর্মে ট্রেনে ওঠানামা করা অসম্ভব হয়ে পড়েছে। ইতিমধ্যে লালমনিরহাটের বেশ কয়েকজন বিশিষ্ট নাগরিক হাত-পা ভেঙ্গে আহত হয়েছেন এবং তাদের চিকিৎসায় বিপুল অঙ্কের অর্থ ব্যয় হয়েছে। ষ্টেশনের বিভিন্ন নির্মাণ কাজ করায় ষ্টেশনটি জেলখানায় রুপান্তরিত হয়েছে এবং উক্ত নির্মাণের কোন সুফলই জনগণ পাচ্ছে না। এমনকি জনসাধারণ সহজে রেল ষ্টেশনের সেবাও গ্রহন করতে পারছে না।
লালমনিরহাট থেকে ঢাকা যাওয়ার জন্য কাউনিয়ায় রংপুর এক্সপ্রেস-এর সাথে সংযোগ দেওয়ার বিষয়ে মাননীয় রেল মন্ত্রীর নিকট আবেদন করলে তিনি রেল বিভাগের ডিজি বরাবর প্রেরণ করেছেন যার অনুলিপি আপনাকে নেওয়া হয়েছে। লালমনিরহাট-কাউনিয়া (২০ কিলোমিটার) সার্টেল ট্রেন অথবা রংপুর এক্সপ্রেসে লালমনিরহাট জেলার যাত্রীদের জন্য বর্তমানে চলমান সান্তাহার-লালমনিরহাট লোকাল ট্রেন ও বুড়িমারী-সান্তাহার করতোয়া এক্সপ্রেসের ট্রেন ০২টির সময়সূচি সমন্বয় করে এবং রংপুর এক্সপ্রেসের সাথে লালমনিরহাটের ০১টি বগি সংযোগ করলেই লালমনিরহাট জেলাবাসী ঢাকায় যাওয়া-আসার জন্য রংপুর এক্সপ্রেসের সেবা গ্রহণ করতে পারবে এবং রেলের বাণিজ্যিক আয় বৃদ্ধিতে সহায়ক হবে।
বিধেয়, উল্লেখিত বিষয়ে সুবিবেচনা করে লালমনিরহাট রেল ষ্টেশনে ১ ও ২নং প্লাটফর্মে যাত্রীদের সহজে যাতায়াত করার জন্য অন্ততপক্ষে কয়েকটি সিঁড়ি নির্মাণ, ওভার ব্রীজ থেকে ষ্টেশন সংলগ্ন ১নং প্লাটফর্মে নামার ব্যবস্থা এবং রংপুর এক্সপ্রেসের সাথে সংযোগ স্থাপনের জন্য প্রস্তাবিত ব্যবস্থা গ্রহণে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আপনাকে একান্তভাবে অনুরোধ করা হলো।এক প্রশ্নের জবাবে আহ্বায়ক সুপেন্দ্রনাথ দত্ত প্রতিবেদককে বলেন, অচিরেই এর সমাধান না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো।
২ দিন ১৪ ঘন্টা ৩৫ মিনিট আগে
১৮ দিন ১২ ঘন্টা ১৮ মিনিট আগে
৯১ দিন ১৮ ঘন্টা ৪৩ মিনিট আগে
৯৫ দিন ১৬ ঘন্টা ৩২ মিনিট আগে
১১৫ দিন ১০ ঘন্টা ১৮ মিনিট আগে
১৩৯ দিন ৩ ঘন্টা ৭ মিনিট আগে
১৪৩ দিন ১৭ ঘন্টা ১৬ মিনিট আগে
১৫৯ দিন ২০ ঘন্টা ৫২ মিনিট আগে