লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পাটগ্রাম ইউনিয়নের বেংকান্দা এলাকায় পুকুরে ডুবে সিয়াম ইসলাম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, উপজেলার পাটগ্রাম ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বেংকান্দা এলাকার নিজ বাড়ি থেকে সকাল ১০ টার দিকে খেলার জন্য বের হয়ে যায় সিয়াম। এ সময় সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে নামে ও ডুবে যায় সিয়াম। পরিবারের লোকজনেরা অনেক খোঁজা-খুঁজি সিয়ামকে পায়নি। স্থানীয়রা সন্দেহজনকভাবে পুকুরে নেমে খুঁজতে থাকে। এ সময় মৃত্যু অবস্থায় তাঁর লাশ পায় স্থানীয়রা। মৃত্যু সিয়ামোর বাবার নাম রাজিবুল ইসলাম। সিয়াম স্থানীয় ১ নং ঘোনাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
পাটগ্রাম ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য আখিজুল ইসলাম বলেন, ‘শুনেছি সকাল ১০ টার দিকে বাড়ি থেকে খেলতে যায় সিয়াম। সবার অজান্তে পুকুরে ডুবে তাঁর মৃত্যু হয়। লাশ স্থানীয়রা পুকুর থেকে উদ্ধার করে।’
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ পুকুরে ডুবে শিশু মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
১৫ দিন ৮ ঘন্টা ৪৩ মিনিট আগে
৩১ দিন ৬ ঘন্টা ২৬ মিনিট আগে
১০৪ দিন ১২ ঘন্টা ৫২ মিনিট আগে
১০৮ দিন ১০ ঘন্টা ৪০ মিনিট আগে
১২৮ দিন ৪ ঘন্টা ২৭ মিনিট আগে
১৫১ দিন ২১ ঘন্টা ১৬ মিনিট আগে
১৫৬ দিন ১১ ঘন্টা ২৫ মিনিট আগে
১৭২ দিন ১৫ ঘন্টা ১ মিনিট আগে