লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ও শুল্ক স্টেশন হিন্দু ধর্মালম্বীদের কালীপূজা বা শ্যামাপূজা উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে। এ তথ্য নিশ্চিত করেছেন স্থলবন্দর ও শুল্ক স্টেশন (কাস্টমস্) কর্তৃপক্ষ।
জানা গেছে, বুড়িমারী স্থলবন্দরের ওপারে ভারতের কোচবিহার রাজ্যের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের ব্যবসায়ী ও গাড়ি চালকসহ তিন সংগঠন কালীপূজা বা শ্যামাপূজায় দুই দিন বন্ধ রাখার যৌথ সিদ্ধান্তের কথা পূর্বে চিঠি দিয়ে জানিয়েছে। চিঠিতে আগামী ১২ ও ১৩ নভেম্বর রোব ও সোমবার দুই দিন চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারকেরা সকল প্রকার ব্যবসায়ী কর্মকান্ড বন্ধ রাখবে। এতে বুড়িমারী স্থলবন্দর দিয়েও সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে বলে এখানকার আমদানি-রপ্তানিকারকরা জানায়। তবে উভয় দেশের স্থলবন্দরের পুলিশ অভিবাস চৌকি (পুলিশ ইমিগ্রেশন) দিয়ে পাসপোর্ট এবং ভিসাধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।
বুড়িমারী স্থলবন্দরের পুলিশ অভিবাস চৌকির (পুলিশ ইমিগ্রেশন) কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মুর হাসান কবির বলেন, ‘কালীপূজায় স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে জেনেছি। তবে উভয় দেশের পুলিশ ইমিগ্রেশন খোলা থাকবে ও পাসপোর্ট এবং ভিসাধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।‘
বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) গিয়াস উদ্দিন বলেন, ‘কালীপূজায় উভয় স্থলবন্দরের ব্যবসায়ীরা আমদানি-রপ্তানিসহ অন্যান্য কার্যক্রম বন্ধ রাখার ব্যাপারে চিঠি দিয়ে জানিয়েছে। ব্যবসায়ীরা কাজকর্ম বন্ধ রাখলে এমনিতেই অচল হয় স্থলবন্দর।‘
২ দিন ১৪ ঘন্টা ৩৫ মিনিট আগে
১৮ দিন ১২ ঘন্টা ১৮ মিনিট আগে
৯১ দিন ১৮ ঘন্টা ৪৩ মিনিট আগে
৯৫ দিন ১৬ ঘন্টা ৩২ মিনিট আগে
১১৫ দিন ১০ ঘন্টা ১৮ মিনিট আগে
১৩৯ দিন ৩ ঘন্টা ৮ মিনিট আগে
১৪৩ দিন ১৭ ঘন্টা ১৬ মিনিট আগে
১৫৯ দিন ২০ ঘন্টা ৫২ মিনিট আগে