নাগেশ্বরীতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ২ বাস কাউন্টারে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ডোমারে 'সবার পাঠশালা'-এর শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত ফুলবাড়ীতে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীতে সংলাপ অনুষ্ঠিত নাগেশ্বরীতে পরিবার পরিকল্পনা অফিসের সেবা বন্ধ নেই ঈদেও ড. ইউনূসকে যা বললেন মোদি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ভারত ডোমারে সাংবাদিক নির্যাতন, গ্রেপ্তার-১ ঝিনাইদহে কবরস্থানে বসবাস করছে অসহায় পরিবার, সাহায্যের আহ্বান বাবা-মায়ের শেষকৃত্য সম্পন্ন, জানল না শিশু আরাধ্য সবার পাঠশালার শীর্ষ নেতৃত্বে সিহাব-প্রাণহরি মোংলা বন্দরে নতুন আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে আগ্রহী চীন হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ মধুপুরে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিউটি পার্লারের নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে ইসলামী ছাত্রশিবিরের সাবেক এবং বর্তমান জনশক্তিদের নিয়ে ঈদ পুণর্মিলনী পূর্ব সোনার পাড়া আদর্শ সামাজিক সংঘ এর আলোচনা সভা ও ঈদ পূণর্মিলনী সম্পন্ন। শার্শার বিভিন্ন ইউনিয়নে বিএনপি নেতৃবৃন্দের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় কুলিয়ারচরে ফরিদপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্ভোধন কুলিয়ারচরে স্মারক জয়ন্তী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঈদের ছুটিতে ঝিনাইগাতীর গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের আগমন জমজমাট লালপুরে স্ত্রী সন্তানের ওপর রাগ করে নিজের বাড়িতে আগুন

রমজানের আগেই পাটগ্রামে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে খেজুর

ছবি: রমজানের আগেই পাটগ্রামে অস্থির খেজুরের বাজার।

রমজান মাস এখনও শুরু হয়নি। তার আগেই গত দুই সপ্তাহের ব্যবধানে লালমনিরহাটের পাটগ্রামে খেজুরের দাম গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি বেড়েছে। আমদানিকারক ও ব্যবসায়ীরা বলছেন, শুল্ক ও করহার বৃদ্ধি, টাকার বিপরীতে ডলারের বিনিময় হার বৃদ্ধি এবং ঋণপত্র জটিলতার কারণে এ বছর খেজুরের দাম বেড়েছে। তবে ক্রেতারা বলছেন, সিন্ডিকেটের কারণে খেজুরের বাজারের অস্থিরতা বেড়েই চলেছে। উপজেলার পূর্ব বাজার ঘুরে দেখা গেছে, পাইকারি বাজারে জামিল খেজুর কেজিপ্রতি ১৮০ থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত দুই সপ্তাহ আগে ছিল ১৬০ টাকা। জাহিদি জাতের খেজুর ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে , যা গত দুই সপ্তাহ আগে ছিল ৩০০ টাকা। দাবাস জাতের খেজুর প্রতিকেজি ৪৫০ টাকার দরে বিক্রি হচ্ছে, যা গত দুই সপ্তাহ আগে ছিল ২৫০ টাকা। মরিয়ম জাতের খেজুর বিক্রি হচ্ছে প্রতিকেজি ১ হাজার ৩০০ টাকা, যা গত দুই সপ্তাহ আগে ছিল ৯০০ টাকা কেজি। আজওয়া খেজুর প্রতিকেজি ১ হাজার ১০০ টাকা, যা গত দুই সপ্তাহ আগে ছিল ৯০০ টাকা। এ ছাড়াও খুরমা বাদামি রংয়ের প্রতিকেজি খেজুর বিক্রি হচ্ছে ৮০০ টাকায় যা গত দুই সপ্তাহে আগে ছিল ৫২০ থেকে ৫০০ টাকায়। খুরমা কালো রংয়ের প্রতিকেজি খেজুর বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ টাকা, যা গত দুই সপ্তাহ আগে ছিল ৭০০ টাকা। নূর খেজুর প্রতিকেজি বিক্রি হচ্ছে ৭০০ টাকায়, যা গত দুই সপ্তাহ আগে ছিল ৫৫০ টাকা কেজি। মাশরুম জাতের খেজুর প্রতিকেজি বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ টাকা, যা গত দুই সপ্তাহ আগে ছিল ৭০০ টাকা। পাটগ্রাম বাজারের রসুলগঞ্জ ফল ভান্ডারের স্বত্তাধিকারী নওশাদ আলী বলেন, ‘এবারে রমজানের আগেই মোকামে প্রতি জাতের খেজুরের দাম বেড়েছে। কোনোটিতে সর্বনি¤œ ৩০ টাকা হতে ৫ শ টাকা বৃদ্ধি পেয়েছে। খুচরা বিক্রিতে এ দর বৃদ্ধি প্রভাব ফেলেছে। এতে সাধারণ ক্রেতা ও পাইকারী দোকানদারেরা হিমসিম খাচ্ছে।’ পাটগ্রাম পূর্ব বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আজিনুর রহমান আজিম খবরের কাগজকে বলেন, ‘রমজানের আগেই সব ধরনের খেজুরের বেড়েছে। এতে সকল ক্রেতারা বিপাকে পড়েছে। বিগত বছরের রোজা মাসের চেয়ে এবারে খেজুরসহ অন্যান্য ফলের দাম বেশ চড়া। বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ীদেরকে আন্তরিক হওয়া প্রয়োজন।’ খেজুর কিনতে আসা ক্রেতা নুরুজ্জামান বলেন, ‘রমজানে খেজুর রাখতেই হয়, কিন্তু সেই খেজুরের দাম নাগালের বাইরে। দাবাস খেজুরের দাম প্রায় দ্বিগুন হয়েছে। ৪৮০ টাকা দরে এককেজি কিনেছি। দর কম হলে সবার জন্য সুবিধা হত। আমরা সবাই সিন্ডিকেটের নিকট জিম্মি।’ এ ব্যাপারে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল ইসলাম বলেন, ‘বাজারে খেজুরের দাম চড়া এটা জেনেছি। সরকার নির্ধারিত দামের চেয়ে কেউ বেশি দামে বিক্রয় করলে, সে ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাজার মনিটরিং করা হবে।’

আরও খবর