আদমদীঘিতে ৭ শ্যালোর পাম্প চুরি, দিশেহারা কৃষক ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে নন্দীগ্রাম ছাত্রদলের বিক্ষোভ মিছিল মাদকের বিরুদ্ধে খোকসার ওসির জিরো টলারেন্স ঘোষণা সুন্দরবনের ডাকাত করিম শরীফ বাহিনীর দুই সহযোগী আটক: জিম্মি থাকা দুই জেলে উদ্ধার। প্রিয়জন সামাজিক সেবামূলক সংগঠনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আশাশুনিতে গণমাধ্যম কর্মীদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা ছাত্র নেতা শামীমকে হত্যা চেষ্টার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সংবাদ সম্মেলন আশাশুনিতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়ার আভাস প্রধান উপদেষ্টা কাল কাতার যাচ্ছেন গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন যেকোনো দিন : চিফ প্রসিকিউটর মহাসমাবেশের ডাক দিল হেফাজতে ইসলাম একনেকে ২৪ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন ১৯ দিনে প্রবাসী আয় প্রায় ২১ হাজার কোটি টাকা গরমে ত্বকের যত্নে উপকারী উপায় ঐকমত্য কমিশনের সুপারিশের পর ইসিকে নির্বাচনী কাজ শুরুর আহ্বান এনসিপির রাজবাড়ীতে ওটিপি প্রতারণায় ৮ লাখ টাকা ব্যাংক থেকে তুলে নেওয়ার অভিযোগ। রাজবাড়ীতে দশম শ্রেণীর ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামী গ্রেফতার। রাজবাড়ীর গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির আত্ম প্রকাশ ও নবীন বরণ

আনন্দময় স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ছয় শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয়

আনন্দময় স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ছয় শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয়


'রক্ত হলো স্রষ্টার দান বাঁচাতে পারে সৃষ্টির প্রাণ"এই স্লোগানকে সামনে রেখে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে ফ্রি ব্লাড গ্রুপ টেস্ট ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।


বীর কামটখালী আনন্দময় স্পোর্টিং ক্লাবের আয়োজনে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ফ্রি ব্লাড গ্রুপ টেস্ট ক্যাম্পিং কার্যক্রমে ছয় শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।


উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের বীর কামটখালী জে,বি উচ্চ বিদ্যালয়ের পাশে ডা: তৌফিক এর তত্বাবধানে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত হয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করিয়েছেন।


বিনামূল্যে জনসাধারণের রক্তের গ্রুপ নির্ণয় এবং সকলকে রক্তদানে উৎসাহিত করতে নেওয়া হয়েছে এমন উদ্যোগ। এ ছাড়া এলাকায় রক্তদানের প্রয়োজনীয়তাও তুলে ধরেছেন এই ক্লাবের নেতৃবৃন্দ। তাদের প্রত্যাশা এই আয়োজনের মধ্য দিয়ে মানুষ যেমন নিজের রক্তের গ্রুপ জানতে পারবে, তেমনি করে রক্তদানেও এগিয়ে আসবে।


আনন্দময় স্পোর্টিং ক্লাবটি বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন স্তরের তরুণদের নিয়ে গড়ে উঠেছে। যাদের একমাত্র লক্ষ্য মানব সেবা। একঝাক তরুণ ও শিক্ষার্থীদের মানবসেবার এই কার্যক্রমে এলাকাবাসী খুবই আপ্লুত।


ফ্রি ব্লাড গ্রুপ টেস্ট ক্যাম্পিং এ উপস্থিত ছিলেন, উপদেষ্টা মো.উৎপল, আসাদ, হিমেল খান, সভাপতি মো.রাকিব মিয়া,সহ- সভাপতি নাজমুল,সাধারণ সম্পাদক মো.ফরহাদ,সহ: সাধারণ সম্পাদক মো. মামুন খান,সদস্য সাইকুল,সাকিব, রাজিব,শাহিন,মোস্তাকিম। 

 

রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা রাকিব, আসাদ, রোবেলসহ কয়েকজন শিক্ষার্থী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন,আনন্দময় স্পোর্টিং ক্লাব খুব ভালো একটি উদ্যোগ নিয়েছে। যার ফলে আমরা অনেকে ব্লাড গ্রুপ জানতে পেরেছি। পাশাপাশি আমাদের পরিবার কিংবা আমাদের কোনো আত্মীয়-স্বজনের জন্য রক্ত লাগলে আমরা রক্ত দিতে পারবো।


ক্যাম্পেইনের বিষয়ে সংগঠনের উদ্যোক্তারা বলেন, বর্তমানে যেকোনো কাজেই রক্তের গ্রুপ প্রয়োজন হচ্ছে। প্রত্যন্ত এলাকার মানুষেরা অধিকাংশই তাদের রক্তের গ্রুপ সম্পর্কে অবহিত নয়। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অনেকে তাদের রক্তের গ্রুপ জানে না। এজন্য আমরা তাদেরকে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধ করতে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করেছি।


স্থানীয় পল্লী চিকিৎসক গোলাম মোস্তফা বলেন, বীর কামটখালী আনন্দময় স্পোর্টিং ক্লাবের এটি একটি ভালো উদ্যোগ। তাদের এ কার্যক্রমকে স্বাগত জানাই।


সংগঠনের প্রধান উপদেষ্টা মো.উৎপল বলেন, বীর কামটখালী আনন্দময় স্পোর্টিং ক্লাবটি প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন মানবিক কাজ করে যাচ্ছে। শীতবস্ত্র বিতরণ,গরীব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ,বাল্যবিয়ে ও যৌতুক বিরোধী প্রচারনা, মাদক বিরোধী সচেতনতামূলক প্রচারণাসহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।


ডা: তৌফিক বলেন,একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আমরা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় করছি।ভবিষ্যৎে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও খবর