জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে চরউত্তরবন্দ এম, এইচ, উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২০ মার্চ) চরউত্তরবন্দ এম,এইচ,উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় মাঠে আলোচনা সভা,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
চরউত্তরবন্দ এম,এইচ,উচ্চ বিদ্যালয়ের সভাপতি আসাদুজ্জামান রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চরবেতাগৈর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট (অবঃ)মো.আবুল হাশেম।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেহেনা সুলতানা, চরবেতাগৈর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা এহসানুল হক আনোয়ার, আনোয়ার হোসেন শাহিন,পল্লী চিকিৎসক মো. গোলাম মোস্তফা, স্থানীয় চরউত্তরবন্দ বাজার কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।
সকাল ১০ টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। প্রথমেই আলোচনাসভা ও পরে বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধের উপর প্রদর্শিত হয় ছাত্র-ছাত্রীদের দলগত মনোমুগ্ধকর স্কাউট ও ডিসপ্লে।
বিকালে বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়।
প্রধান অতিথি )মো.আবুল হাশেম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের দিয়েছে একটি স্বাধীন সার্বভৌম দেশ, লাল সবুজের পতাকা যার নাম হলো বাংলাদেশ। দেশ প্রেমের কারণে তাঁকে বিভিন্ন সময় দীর্ঘ বছর কারা ভোগ করতে হয়েছে। বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা বাংলাদেশ পেতাম না। সেই বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়তে ও বাস্তবায়ন করতে নিরলস ভাবে কাজ করছেন। প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্ব দেশ আজ উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত হয়েছে।
১ দিন ১৭ ঘন্টা ৬ মিনিট আগে
৩ দিন ৮ ঘন্টা ৫৪ মিনিট আগে
৪ দিন ৭ ঘন্টা ৫০ মিনিট আগে
৪ দিন ৯ ঘন্টা ১ মিনিট আগে
১০ দিন ৮ ঘন্টা ৩৪ মিনিট আগে
১৩ দিন ৯ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৫ দিন ৫ ঘন্টা ৩৮ মিনিট আগে
১৫ দিন ৭ ঘন্টা ১১ মিনিট আগে