নান্দাইলে পুকুরের পানিতে ডুবে যুবকের মৃত্যু
ময়মনসিংহের নান্দাইলে পুকুরে গোসল করতে গিয়ে মো. সজিব মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২২ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ধুরুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. সজিব মিয়া একই গ্রামের মৃত ছফির উদ্দিনের পুত্র। তিনি স্থানীয় বাঁশহাটি তারগেট গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করতেন।
পুলিশ ও পরিবারসূত্রে জানা যায় সজিব মিয়া সকালে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যান। গোসল করা অবস্থায় সজিব হৃদরোগে আক্রান্ত হয়ে পানিতে ডুবে যান। পরিবারের লোকজন সজিবকে খোঁজাখুঁজি করে পুকুরের পানিতে ভাসমান অবস্থান দেখতে পান।
পরে তাকে দ্রুত উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নান্দাইল মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, পুকুরে গোসল করতে গেলে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
১ দিন ১৭ ঘন্টা ৫ মিনিট আগে
৩ দিন ৮ ঘন্টা ৫৪ মিনিট আগে
৪ দিন ৭ ঘন্টা ৫০ মিনিট আগে
৪ দিন ৯ ঘন্টা ১ মিনিট আগে
১০ দিন ৮ ঘন্টা ৩৪ মিনিট আগে
১৩ দিন ৯ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৫ দিন ৫ ঘন্টা ৩৮ মিনিট আগে
১৫ দিন ৭ ঘন্টা ১১ মিনিট আগে