জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, জাতীয় চার নেতা- সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী, এএইচএম কামারুজ্জামানের রক্তস্নাত ‘জেলহত্যা দিবস’ পালন করেছে আওয়ামী লীগ।
শুক্রবার (৩রা নভেম্বর) সন্ধ্যায় ডোমার নাট্য সমিতি মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জেলহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. মোঃ মনোয়ার হোসেন।
এসময় আরও বক্তব্য রাখেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী, যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সরকার ফারহানা আখতার সুমি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মশিয়ার রহমান, সহ-সভাপতি অধ্যাপক করিমুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক ও ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক আসমা সিদ্দিকা বেবী, সাংগঠনিক সম্পাদক গণেশ কুমার আগরওয়ালা, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ হাবিবুর ইসলাম দুলাল মাস্টার প্রমূখ।
জেলহত্যা দিবসের আলোচনা সভার বক্তব্যে নিহত জাতীয় চার নেতার স্মৃতিচারণ ও মহান মুক্তিযুদ্ধে তাঁদের ভূমিকা সম্পর্কিত আলোচনা করেন বক্তারা। এছাড়া আগামী নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান করা হয়।
এর আগে, সকালে দলীয় কার্যালয়ের সামনে জেলহত্যা দিবস উপলক্ষ্যে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করণ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
৩ দিন ১১ ঘন্টা ৪ মিনিট আগে
৪ দিন ২৩ ঘন্টা ১৮ মিনিট আগে
৬ দিন ১১ ঘন্টা ২৭ মিনিট আগে
১০ দিন ৬ ঘন্টা ৪৩ মিনিট আগে
১০ দিন ৯ ঘন্টা ৪৭ মিনিট আগে
১১ দিন ৩ ঘন্টা ২৪ মিনিট আগে
১১ দিন ৩ ঘন্টা ৩৯ মিনিট আগে
১১ দিন ৩ ঘন্টা ৫১ মিনিট আগে