‘জনসেবার জন্য প্রশাসন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ই ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ।
এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন নবী, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরননবী প্রমুখ।
এসময় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বাহিনীর কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ডোমারের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকলে ঐক্যবদ্ধ হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া সভায় আগামীর কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।
৩ দিন ১১ ঘন্টা ৪ মিনিট আগে
৪ দিন ২৩ ঘন্টা ১৮ মিনিট আগে
৬ দিন ১১ ঘন্টা ২৭ মিনিট আগে
১০ দিন ৬ ঘন্টা ৪৩ মিনিট আগে
১০ দিন ৯ ঘন্টা ৪৭ মিনিট আগে
১১ দিন ৩ ঘন্টা ২৪ মিনিট আগে
১১ দিন ৩ ঘন্টা ৩৯ মিনিট আগে
১১ দিন ৩ ঘন্টা ৫১ মিনিট আগে