স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের ২য় পর্যায়ে নীলফামারীর ডোমার উপজেলার বাবুর দোলা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সদস্যদের জন্য পটগান ও নাটক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৩শে জানুয়ারী) উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাবুর দোলা উপ-প্রকল্প স্থানে জাইকা ও বাংলাদেশ সরকারের অর্থায়নে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পটগান ও নাটক প্রদর্শনীতে সভাপতিত্ব করেন—বাবুরদোলা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি জগদীশ চন্দ্র রায়।
এসময় আরও উপস্থিত ছিলেন—নীলফামারী জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ ফিরোজ হাসান, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ, ডোমার উপজেলা প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) আবু তৈয়ব মোঃ শামসুজ্জামান, এলজিইডির সদর দপ্তরের সিনিয়র প্রাতিষ্ঠানিক উন্নয়ন বিশেষজ্ঞ মোঃ জয়নাল আবেদিন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রাজেদুল আলম প্রধান, ৭নং বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম রিমুন, জেলা এলজিইডির সহকারী প্রকৌশলী মোঃ মোহিতুর রহমান চৌধুরী, মৎস্য ফ্যাসিলিটেটর মোঃ মনিরুল ইসলাম, কৃষি ফ্যাসিলিটেটর তাসনুবা তাবাসুম প্রমুখ সহ সমিতির সদস্য ও এলাকাবাসী।