নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপ-নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। ভোটগ্রহণ আগামী ৯ই মার্চ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখা-২ এর সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শাহজালালের স্বাক্ষরে গত ২৩শে জানুয়ারী উপ-নির্বাচনের সময়সূচি প্রকাশ করা হয়।
তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ—১৩ই ফেব্রুয়ারী (মঙ্গলবার), মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ—১৫ই ফেব্রুয়ারী (বৃহস্পতিবার), মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের—১৬ থেকে ১৮ ফেব্রুয়ারী (শুক্রবার-রবিবার), আপিল নিষ্পত্তির সুযোগ—১৯ ও ২০ ফেব্রুয়ারী (সোমবার-মঙ্গলবার), প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ—২২ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার), প্রতীক বরাদ্দ—২৩ ফেব্রুয়ারী (শুক্রবার) ও ভোটগ্রহণ—৯ই মার্চ (শনিবার)।
বুধবার (২৪শে জানুয়ারী) নীলফামারী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন কর্তৃক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের উপ-নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে ডোমার উপজেলা নির্বাচন কর্মকর্তা (চলতি দায়িত্ব) মোঃ মশিউর রহমানকে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালের ৫ই জানুয়ারী অনুষ্ঠিত নির্বাচনে বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য মোঃ এনামুল হক গত ২০২৩ সালের ৭ই আগস্ট মারা যান। তার পদটি শূন্য ঘোষণা করে তফসিল প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
৩ দিন ১৮ ঘন্টা ২১ মিনিট আগে
৫ দিন ৬ ঘন্টা ৩৬ মিনিট আগে
৬ দিন ১৮ ঘন্টা ৪৫ মিনিট আগে
১০ দিন ১৪ ঘন্টা ১ মিনিট আগে
১০ দিন ১৭ ঘন্টা ৫ মিনিট আগে
১১ দিন ১০ ঘন্টা ৪২ মিনিট আগে
১১ দিন ১০ ঘন্টা ৫৬ মিনিট আগে
১১ দিন ১১ ঘন্টা ৮ মিনিট আগে