নীলফামারীর ডোমার বিএডিসিতে চলতি মৌসুমের টিস্যুকালচার ল্যাবরেটরি, প্রাকভিত্তি ও ভিত্তি বীজআলু ফসলের মাঠ, ভিয়েতনামী নারিকেল বাগান পরিদর্শন করেছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।
খামারের চলতি মৌসুমে টিস্যুকালচার ল্যাবরেটরিতে বিভিন্ন জাতের মেরিস্টেম সংগ্রহ প্রক্রিয়া, বিভিন্ন জাতের প্লান্টলেট, মিনিটিউবার, প্রাকভিত্তি ও ভিত্তি বীজআলু ফসলের মাঠ, ভিয়েতনামী খাটো (সিয়াম গ্রীন ও সিয়াম ব্লু) জাতের নারিকেল বাগান, এমডি-২ জাতের আনারস এর জার্মপ্লাজম, আমেরিকান ডন জাতের স্ট্রবেরির প্রদর্শনী প্লট, দেবীগঞ্জ খামারের বর্ধিত ২৩ একর সহ দন্ডায়মান ভিত্তি বীজআলু ফসলের মাঠ পরিদর্শন করে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন ঢাকা বিএডিসির পরিচালক।
শেষে তালগাছের চারা রোপণ করে নীলফামারী চুক্তিবদ্ধ চাষী জোনের ইসলামাবাদ-১ ও ২ এবং কচুয়া ব্লকের ভিত্তি ও প্রত্যায়িত শ্রেণীর বীজআলুর মাঠ পরিদর্শন করেন।
৩ দিন ১৮ ঘন্টা ২১ মিনিট আগে
৫ দিন ৬ ঘন্টা ৩৬ মিনিট আগে
৬ দিন ১৮ ঘন্টা ৪৫ মিনিট আগে
১০ দিন ১৪ ঘন্টা ১ মিনিট আগে
১০ দিন ১৭ ঘন্টা ৫ মিনিট আগে
১১ দিন ১০ ঘন্টা ৪২ মিনিট আগে
১১ দিন ১০ ঘন্টা ৫৭ মিনিট আগে
১১ দিন ১১ ঘন্টা ৯ মিনিট আগে