দায়িত্বে অবহেলার কারণে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে গর্ভবতী রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি প্রসব বেদনায় হাসপাতালটিতে রজিফা নামের এক গৃহবধূকে নিয়ে যাওয়া হলে হাসপাতালের প্রবেশদ্বার বন্ধ থাকায় অবশেষে মূল ফটকের সামনের রাস্তায় সন্তান প্রসব করেন তিনি।
এমন ঘটনায় এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎকণ্ঠার জন্ম দেয়। ঘটনাটিতে বেশ উদ্বিগ্ন সুধী সমাজ। গত রোববার (২১শে জানুয়ারী) সন্ধ্যা ৬টায় উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সামনে ঘটনাটি ঘটে।
এমন পরিস্থিতিতে গত বৃহস্পতিবার সকাল ১০টায় মা ও শিশু কল্যাণ কেন্দ্রে গিয়ে দেখা গেছে, নিয়োজিত ৪ জন সেবিকার মাঝে রোকেয়া নামে মাত্র একজন উপস্থিত ছিলেন এবং বাকি ৩ জন বাড়ি চলে গিয়েছিলেন।
এব্যাপারে ডোমার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিনহাজুল আলম শাওনের কাছে জানতে চাইলে তিনি জানান, ভাইয়ের অসুস্থতার কথা বলে ডাইনাস রেহেনা খাতুন আমাকে বলে বাড়ি গিয়েছে। বাকি দুইজন সিএসবিএ শাহনাজ ও ডাইনাস জান্নাতুল চলে যাওয়ার ব্যাপারে আমি কিছুই জানি না। তবে স্বেচ্ছাচারিতার কারণে তাদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় ঊর্ধ্বতন কর্মকর্তা।
৩ দিন ১৮ ঘন্টা ২১ মিনিট আগে
৫ দিন ৬ ঘন্টা ৩৬ মিনিট আগে
৬ দিন ১৮ ঘন্টা ৪৫ মিনিট আগে
১০ দিন ১৪ ঘন্টা ১ মিনিট আগে
১০ দিন ১৭ ঘন্টা ৫ মিনিট আগে
১১ দিন ১০ ঘন্টা ৪২ মিনিট আগে
১১ দিন ১০ ঘন্টা ৫৭ মিনিট আগে
১১ দিন ১১ ঘন্টা ৮ মিনিট আগে