নোয়াখালীর সেনবাগ পৌরসভার ছয়বাড়িয়া কালভার্ট নামক স্থানে সিএনজি চালিত অটোরিক্সা ও সাইকেলের সাথে সংঘর্ষে একজন নিহত।
বৃহস্পতিবার (০৮ জুন ) দুপুরে দূর্ঘটনা নিহত আবদুল মতিন(৫৬) সেনবাগের কাদরা ছয়বাড়িয়া জামে মসজিদের সাবেক ইমাম এবং কাদরা হামিদিয়া দাখিল মাদ্রাসার কর্মরত আরবি শিক্ষক । তার গ্রামের বাড়ি নোয়াখালীর সুবর্ণচর উপজেলার আটকোপালিয়া গ্রামে।
স্হানীয় সূত্রে জানা যায়, মাওলানা আবদুল মতিন দুপুরে মসজিদে যোহরের নামাজ আদায় করেন। এরপর তিনি বাসায় গিয়ে দুপুরের খাবার খেয়ে সাইকেল যোগে কর্মস্থল মাদ্রাসায় ফিরছিলেন। তিনি মাদ্রাসা সড়কে প্রবেশের পূর্ব মূহুর্তে পিছন থেকে আসা একটি সিএনজি তার সাইকেলকে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে তিনি ছিটকে কালভার্টের রেলিংয়ের সাথে গুরুতর আহত হন৷ এলাকার স্থানীয় লোকজন তাকে দ্রত উদ্ধার করে সেনবাগ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, মাওলানা আবদুল মতিনের আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকার মুসল্লি, শিক্ষক, শিক্ষার্থী ও জনসাধারণের মধ্যে শোকের মাতম বিরাজমান।
১৯ ঘন্টা ১০ মিনিট আগে
১৯ ঘন্টা ৩৬ মিনিট আগে
১ দিন ১৯ ঘন্টা ৪৪ মিনিট আগে
২ দিন ১৯ ঘন্টা ১৫ মিনিট আগে
৩ দিন ১ ঘন্টা ৪৭ মিনিট আগে
৩ দিন ১৮ ঘন্টা ৪৭ মিনিট আগে
৪ দিন ২৪ মিনিট আগে
৪ দিন ২৪ মিনিট আগে