ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ল্যাবে পাওয়া মেয়াদোত্তীর্ণ রিঅ্যাজেন্ট রাখায় দায়ে জরিমানা করা হয়েছে।
নোয়াখালী চাটখিলে আজ বুধবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় ল্যাবে মেয়াদোত্তীর্ণ রিঅ্যাজেন্ট রাখায় চাটখিল ইসলামিয়া হাসপাতালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও লাইসেন্স নবায়ন না থাকার কারণে হাসপাতালটিকে আরো ৫ হাজার টাকাসহ মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে লাইসেন্স নবায়ন না থাকায় চাটখিল স্কয়ার হাসপাতালকেও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চাটখিল ইবনে সিনা জেনারেল হাসপাতাল ও জেবুননেসা হাসপাতালকে কাগজপত্রে জটিলতা থাকায় মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় বলেন, "হাসপাতালের ল্যাবে মেয়াদোত্তীর্ণ রিঅ্যাজেন্ট রাখা এবং নবায়নকৃত লাইসেন্স না থাকায় হাসপাতালগুলোকে এই অর্থদণ্ড প্রদান করা হয়।" জনস্বার্থে এই অভিযানগুলো অব্যাহত থাকবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শহিদুল ইসলাম নয়ন, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর নূরুল ইসলাম আভিযানের উপস্থিত ছিলেন। চাটখিল থানার পুলিশের একটি দল অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন।
১ দিন ৮ ঘন্টা ৪২ মিনিট আগে
১ দিন ৯ ঘন্টা ৭ মিনিট আগে
২ দিন ৯ ঘন্টা ১৫ মিনিট আগে
৩ দিন ৮ ঘন্টা ৪৭ মিনিট আগে
৩ দিন ১৫ ঘন্টা ১৮ মিনিট আগে
৪ দিন ৮ ঘন্টা ১৮ মিনিট আগে
৪ দিন ১৩ ঘন্টা ৫৬ মিনিট আগে
৪ দিন ১৩ ঘন্টা ৫৬ মিনিট আগে