ইদিলপুর শিক্ষা ও সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।
সম্প্রতি ভয়াবহ বন্যা পরবর্তী এলাকার সর্বসাধারণের চিকিৎসা সেবা প্রদানের লক্ষে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়নের ইদিলপুর শিক্ষা ও সাংস্কৃতিক ফাউন্ডেশন এর উদ্যােগে অনুষ্ঠিত হয় ফ্রী মেডিকেল ক্যাম্প। সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিশেষজ্ঞ ডাক্তারদের সার্বিক সহযোগিতা ও আন্তরিকতায় সব বয়সী, নারী পুরুষ ও শিশু মিলে প্রায় ছয়শতাধিক রোগীকে চিকিৎসা সেবাসহ বিনামূল্যে ঔষধ প্রদান করে প্রতিষ্ঠানটি।
দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয়, সম্প্রতি বন্যা মোকাবেলায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সেচ্ছাসেবকদের সংবর্ধনা। ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় ৬৪ জন সেচ্ছাসেবককে বিশেষ সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এসময় ফাউন্ডেশনের সভাপতি লায়ন মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসহাকের সঞ্চালনায় অনুষ্ঠিত সনদ ও সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , অর্থ মন্ত্রনালয়ের যুগ্ন সচিব রফিকুল ইসলাম আলাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ, সেনবাগ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, ৫নং অর্জুনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রিপন, ফাউন্ডেশন এর পৃষ্ঠপোষক সিকান্দার মানিক সহ প্রমুখ ব্যক্তিবর্গ।
১৯ ঘন্টা ১৩ মিনিট আগে
১৯ ঘন্টা ৩৮ মিনিট আগে
১ দিন ১৯ ঘন্টা ৪৬ মিনিট আগে
২ দিন ১৯ ঘন্টা ১৮ মিনিট আগে
৩ দিন ১ ঘন্টা ৫০ মিনিট আগে
৩ দিন ১৮ ঘন্টা ৪৯ মিনিট আগে
৪ দিন ২৭ মিনিট আগে
৪ দিন ২৭ মিনিট আগে