সেনবাগ নবীপুরে মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন সুন্দরবনে দস্যু আতঙ্ক, কোস্ট গার্ডের অভিযানে বনজীবিদের স্বস্তি ববিতে ঈদের ছুটি শেষে হল চালু হলেও চালু হয়নি হলের ক্যান্টিন, ভোগান্তিতে শিক্ষার্থীরা নাসিরনগর বিআরডিবি‘র চেয়ারম্যান আমিরুল হোসেন চকদার ও ভাইস চেয়ারম্যান আকতার হোসেন ভূইয়া নির্বাচিত সুন্দরবনে নতুন দস্যু আতঙ্ক, কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযানে জেলেদের স্বস্তি ববিতে ঈদের ছুটি শেষে হল চালু হলেও চালু হয়নি হলের ক্যান্টিন, ভোগান্তিতে শিক্ষার্থীরা রূপসী ম্যানগ্রোভ পিকনিক স্পট পর্যটন কেন্দ্রটি ইছামতি ভেড়ি বাঁধ ভেঙে নদী গর্ভে বিলীন সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের প্রশিক্ষণ সাতক্ষীরা ভোমরা কাস্টমস্ সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা জিজ্ঞাসাবাদের জন্য সাবেক চেয়ারম্যান মোস্তাকিম তিন দিনের রিমান্ডে নন্দীগ্রামে প্লাস্টিকের মোড়ক ব্যবহার করে জরিমানা গুনলেন ব্যবসায়ী নন্দীগ্রামে কৃষকদলের সম্মেলন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করে শিক্ষককে গণপিটুনি। বিএনপি অফিস অগ্নিসংযোগ ও হামলা, সাবেক এমপি সারোয়ার কবিরের জামিন নামঞ্জুর বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. মুহাম্মদ ইউনূস মৌলভীবাজারে প্রধান শিক্ষক অপসারণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি মোংলায় ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সিলেটের জামেয়া ইসলামিয়া আরাবিয়া শামীমাবাদ মাদ্রাসায় দাওরায়ে হাদীসের উদ্বোধন ও ইফতেতাহী দরস সম্পন্ন দুপুর পযর্ন্ত কক্সবাজারে সর্বোচ্চ ৬০ মিলিমিটার বৃষ্টিপাত অপারেশন ডেভিল হান্ট, শান্তিগঞ্জে যুবলীগ নেতা শহিদ মিয়া গ্রেফতার

রাজবাড়ীতে শহীদ মিনারের ফুল নেওয়ার ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে।

রাজবাড়ীতে শহীদ মিনারের ফুল নেওয়ার ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে।
রাজবাড়ীতে শহীদ মিনারের ফুল নেওয়ার ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলা।



রাজবাড়ীতে শহীদ মিনারের ফুল নেওয়ার ভিডিও ধারণ করার সময় দৈনিক দেশ রূপান্তরের রাজবাড়ী প্রতিনিধি  মোঃ হালিম শেখ কে আহত করেছে কিছু বিশৃঙ্খল যুবক।

বুধবার সকাল পৌনে ১২ টার সময় রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে ময়দানের শহীদ মিনার ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।


হামলার শিকার জাতীয় দৈনিক দেশ রুপান্তর ও ডেইলী বাংলাদেশ পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি আব্দুল হালিম শেখ ( ৩২) কে।


এ ঘটনায় রাজবাড়ীর গণ্যমাধ্যমকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন ও প্রতিবাদ জানিয়েছেন এবং দোষীদের কঠোর শাস্তির দাবি করেছেন।


আর এ ঘটনার সাথে সাথেই ঘটনাস্থল পরিদর্শন করেন: রাজবাড়ী জেলার সহকারী কমিশনার (নেজারত শাখা) মো: সাইদুল ইসলাম সহ জেলার বিভিন্ন পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনী।


দেখা যায়, শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবসে সারা দেশের ন্যায় রাজবাড়ীতেও এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। সকাল থেকেই জেলা প্রশাসন জেলা পুলিশ সুপার ও ক্ষমতাসীন আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী সহ

শত শত সামাজিক সংগঠনের পক্ষ থেকে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা জানানো হয়। এসময় শ্রদ্ধা জানান শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। 


স্থানীয়রা  জানায়, সকাল ১১:৩০ টার পর থেকেই কিছু বিশৃঙ্খল যুবক বেদীতে থাকা শত শত ফুলের ডালা নিয়ে যেতে থাকে। এসময় দৈনিক দেশ রুপান্তর পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি আব্দুল হালিম শেখ ছবি তুলতে গেলে তার ওপর আক্রমন করে।

এসময় পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার করে। স্থানীয়রা  আরো জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতির কারণেই এ ঘটনা ঘটেছে। 


ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখারুল আলম প্রধান  জানান, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। 


ভুক্তভোগী আব্দুল হালিম শেখ বলেন, আমি পেশাগত দায়িত্ব পালনের উদ্দেশ্য শহীদ মিনারের ছবি নিচ্ছিলাম। তখন স্থানীয় কয়েকজন যুবক ফুলের ডালা নিয়ে যাচ্ছিল। আমি বিষয়টি ভিডিও করলে তারা আমাকে বাধা দেই। একপর্যায়ে তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও টেনেহিঁচড়ে শহীদ মিনারের পাশে ঝোড়ের ভেতর নিয়ে গিয়ে গাছের ডাল দিয়ে বেধরক পেটায়। একপর্যায়ে পুলিশ ও আনসার সদস্যরা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।


সদর থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, দুপুর ১২টার কিছু সময় আগে পেশাগত দায়িত্ব পালনের জন্য রাজবাড়ী শহরের শহীদ খুশি রেলওয়ে মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে যান সাংবাদিক আব্দুল হালিম শেখ। এ সময় শহীদ মিনারের বেদি থেকে ফুলের ডালা নিয়ে যাচ্ছিলেন ফুলের দোকানি ও তাদের লোকজন। বিষয়টি ফোনে ভিডিও ধারণ করেন হালিম। তাকে ভিডিও করতে দেখে কয়েকজন এগিয়ে আসেন। তারা ভিডিও করার কারণ জানতে চান। সাংবাদিক পরিচয় দেওয়ার পর ভিডিও মুছে ফেলতে বলেন। তিনি ভিডিওটি মুছতে অস্বীকৃতি জানালে অজ্ঞাতনামা ১০-১২ জন তাকে টেনেহিঁচড়ে শহীদ মিনারের পশ্চিম পাশে ঝোড়ের ভেতর নিয়ে হামলা চালায়। এ সময় তার চোখের কোণাসহ শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম হয়। একপর্যায়ে পুলিশ সদস্যরা সেখানে আসলে হামলাকারীরা পালিয়ে যান। পরে হালিমের সহকর্মীরা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান।

আরও খবর