সেনবাগ নবীপুরে মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন সুন্দরবনে দস্যু আতঙ্ক, কোস্ট গার্ডের অভিযানে বনজীবিদের স্বস্তি ববিতে ঈদের ছুটি শেষে হল চালু হলেও চালু হয়নি হলের ক্যান্টিন, ভোগান্তিতে শিক্ষার্থীরা নাসিরনগর বিআরডিবি‘র চেয়ারম্যান আমিরুল হোসেন চকদার ও ভাইস চেয়ারম্যান আকতার হোসেন ভূইয়া নির্বাচিত সুন্দরবনে নতুন দস্যু আতঙ্ক, কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযানে জেলেদের স্বস্তি ববিতে ঈদের ছুটি শেষে হল চালু হলেও চালু হয়নি হলের ক্যান্টিন, ভোগান্তিতে শিক্ষার্থীরা রূপসী ম্যানগ্রোভ পিকনিক স্পট পর্যটন কেন্দ্রটি ইছামতি ভেড়ি বাঁধ ভেঙে নদী গর্ভে বিলীন সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের প্রশিক্ষণ সাতক্ষীরা ভোমরা কাস্টমস্ সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা জিজ্ঞাসাবাদের জন্য সাবেক চেয়ারম্যান মোস্তাকিম তিন দিনের রিমান্ডে নন্দীগ্রামে প্লাস্টিকের মোড়ক ব্যবহার করে জরিমানা গুনলেন ব্যবসায়ী নন্দীগ্রামে কৃষকদলের সম্মেলন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করে শিক্ষককে গণপিটুনি। বিএনপি অফিস অগ্নিসংযোগ ও হামলা, সাবেক এমপি সারোয়ার কবিরের জামিন নামঞ্জুর বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. মুহাম্মদ ইউনূস মৌলভীবাজারে প্রধান শিক্ষক অপসারণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি মোংলায় ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সিলেটের জামেয়া ইসলামিয়া আরাবিয়া শামীমাবাদ মাদ্রাসায় দাওরায়ে হাদীসের উদ্বোধন ও ইফতেতাহী দরস সম্পন্ন দুপুর পযর্ন্ত কক্সবাজারে সর্বোচ্চ ৬০ মিলিমিটার বৃষ্টিপাত অপারেশন ডেভিল হান্ট, শান্তিগঞ্জে যুবলীগ নেতা শহিদ মিয়া গ্রেফতার

রাজবাড়ীর গোয়ালন্দে আন্তর্জাতিক নারী দিবস পালন।

রাজবাড়ীর গোয়ালন্দে আন্তর্জাতিক নারী দিবস পালন।

রাজবাড়ীর গোয়ালন্দে আন্তর্জাতিক নারী দিবস পালন।


“বিশ্বের-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে 

আজ ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বের সাথে তাল মিলিয়ে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।


অদ্য সকাল ১০.৩০ মিনিটের সময় গোয়ালন্দ উপজেলা চত্তরে দিবসটি উৎজাপন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জ্যোতি বিকাশ চন্দ্র ও গোয়ালন্দ পৌরসভার মেয়র জনাব নজরুল ইসলাম মন্ডল উক্ত র‌্যালিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


র‌্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগমের পরিচালনা সভায় বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জ্যোতি বিকাশ চন্দ্র, গোয়ালন্দ পৌরসভার মেয়র জনাব নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবু গনেশ চন্দ্র পাল সহ উপজেলা মহিলা লীগের নেত্রীবৃন্দ।


 গোয়ালন্দ পৌরসভার মেয়র জনাব নজরুল ইসলাম মন্ডল তার বক্তব্যে বলেন, নারীদের সম্মানীত করেছেন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যুদ্ধ বিধ্বস্থ বাংলাদেশে যখন অনেক নারী তাদের মা,বাবা, ভাই,বোন ও সম্ভ্রম হরিয়ে তাদের পরিচয় দিতে পারছিলো না তখন বঙ্গবন্ধু বলেছিলো তাদের বাবার নামের জায়গায় লিখ শেখ মুজিবুর রহমান আর ঠিকানা লিখ ধানমন্ডি ৩২ নম্বর বাড়ী। তিনি আরও বলেন, স্বাধীনতার যুদ্ধে যে মহিয়সী নারী বঙ্গবন্ধুকে বুদ্ধি, সাহস, অনুপ্রেরণা দিয়ে সামনের দিকে এগিয়ে দিয়েছে এবং অনেক সময় সিদ্ধান্ত নিতে সহায়তা করেছেন তিনি হলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব। 


উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র তার বক্তব্যে বলেন, প্রতিটি ক্ষেত্রে নারী তার নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। এখানে সে যে নারী তা ভাবার কোন কারণ নাই তাকে মনে রাখতে হবে তিনি একজন মানুষ। আমরা যদি আমাদের পরিবার থেকে নারীদের অধিকার ও সম্মান করতে পারি তাহলে নারী পুরুষ সমতা চলে আসবে এবং একটি সুস্থ সমাজ তৈরী হবে। আজ দেশের গুরুত্বপূর্ন দায়িত্বে নারীরা রয়েছে। তারা নিজেদের নারী ভাবে না তারা নিজেদের একজন মানুষ ভেবে ভালো কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা যেন পরিবার থেকে ছেলে মেয়ে বিভেধ সৃষ্টি না করি সে দিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। দেখা যায়, ছেলেদের ক্ষেত্রে ভালো খাবার, ভালো পোষাক, ভালো স্কুলে পড়ানো আর মেয়েদের ক্ষেত্রে কোন রকম খাবার, পোষাক আর শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব কম এটা থেকে যেন আমরা বিরত থাকি। আমাদের মনে রাখতে হবে ছেলে মেয়ে সমান সুযোগ পাবে সব ক্ষেত্রে। তাহলে মেয়েরাও দেশের যোগ্য নাগরীক হিসেবে গড়ে উঠবে এবং দেশ গঠনে তারা ভুমিকা রাখবে। নারীরা যদি উদ্ধ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে চান তাহলে সরকার আপনার সাথে আছে। আপনাদের সরকারের পক্ষ থেকে সার্বিক সহয়োগীতা করা হবে। আমি মনে করি নারীরা পারবে।

আরও খবর