তানোর প্রতিনিধি: সদ্য ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়ে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করায় সমালোচনার মুখে পড়েছেন স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী। নিজেকে একজন আওয়ামী লীগ নেতা দাবি করেন।আবার আওয়ামী লীগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের বদনাম চালাচ্ছেন। যেখানে সারাদেশের মধ্যে রেকর্ড রাজশাহী -১ আসনে ভোটার উপস্থিতি ছিল সবচেয়ে বেশি। প্রশাসনের সর্বচ্চো ভূমিকা রেখে ভোট গ্রহণ শুরু থেকে গননা ও ফলাফল দেয়া পর্যন্ত সুষ্ঠু ভাবে সম্পূর্ণ করা হয়েছে। তানোর-গোদাগাড়ী উপজেলার কোন কেন্দ্রে মারামারি হানাহানির অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
অথচ স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা বানোয়াট অপপ্রচার চালিয়ে আওয়ামী লীগকে ভোট চোর উপাধি দিয়ে সংবাদ সম্মেলন করেছেন। গোলাম রাব্বানী সংবাদ সম্মেলনে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে বলেন,রাজশাহী-১ এ আসনের নৌকার প্রার্থীকে জিতিয়ে দেওয়া হয়েছে। ভোট পড়ার হার ‘অবিশ্বাস্য’ দাবি করে তিনি এই নির্বাচনের ফল বাতিল করে পুনঃতফশিল দেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানিয়েছেন। অন্যদিকে গোলাম রাব্বানীর সংবাদ সম্মেলনের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনা সমালোচনার ঝড় উঠে। পাড়া-মহল্লায়, চা'পানের দোকানে রাব্বানীকে নিয়ে বইছে মুখরোচক গুঞ্জন। কেউ বলছে নির্বাচনে হেরে গিয়ে হতাশ হয়ে পড়েছে। আবার কেউ বলছে ধারদেনা করে ভোটের মাঠে খরচ করে দেউলিয়া হয়ে পাওনাদারদের চাপ থেকে বাঁচতে এসব নাটক শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, যে মানুষ নিজেকে তৃণমূল আওয়ামী লীগ নেতা দাবি করে, সেই নেতা কখনো আওয়ামী লীগের বিরুদ্ধে অপবাদ ছড়াতে পারেনা। অথচ গোলাম রাব্বানী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেয়া মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোট করে ফেল করলেন। আবার নির্বাচনের দিন ভোট বর্জন না করে ভোটের তিন দিন পরে সংবাদ সম্মেলন করে বলছেন ভোটে কারচুপি করা হয়েছে। এটা প্রহসনের নির্বাচন করা হয়েছে। আর এতেই বোঝা যায় রাব্বানী আওয়ামী লীগ কে বুকে না মুখে লালন করতেন। যেখানে বিশ্বকে চ্যালেঞ্জ করে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করে দেখিয়ে দিলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আর সেই নির্বাচনকে প্রহসনের নির্বাচন বলে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী সমর্থকদের তোপের মুখে পড়েছেন গোলাম রাব্বানী। সর্বকালের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনকে প্রহসনের নির্বাচন বলে আওয়ামী লীগের বিরুদ্ধে অপবাদ ছড়ানোর দায়ে স্বতন্ত্র প্রার্থী ও তার সমর্থকদের গণধাওয়া দেয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের মধ্যে।
২ দিন ১৯ ঘন্টা ১৮ মিনিট আগে
৩ দিন ১৩ ঘন্টা ৫৯ মিনিট আগে
১০ দিন ৩০ মিনিট আগে
১০ দিন ১৭ ঘন্টা ০ মিনিট আগে
১১ দিন ১২ ঘন্টা ২২ মিনিট আগে
১২ দিন ১৭ ঘন্টা ৫৮ মিনিট আগে
১২ দিন ১৮ ঘন্টা ১ মিনিট আগে
১২ দিন ১৮ ঘন্টা ২ মিনিট আগে