ডোমারে স্যানিটারি ন্যাপকিন বিতরণ ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত জয়পুরহাটে ১২০ টাকা খরচ করে স্বপ্ন পূরণ হলো ১৩ জন তরুণ-তরুণীর ভুল হলে শিক্ষা নিয়ে এগুতে চাই: মাহফুজ আলম ভিসির কার্যালয়ে নজরদারিতে সিসি ক্যামেরা স্থাপনের চেষ্টা প্রো-ভিসির মিরসরাইয়ে দুর্যোগ মোকাবেলায় সচেতনতামূলক মাঠ মহড়া তথ্য উপদেষ্টার উপর হামলার ঘটনায় চট্টগ্রাম প্রেস ক্লাব ও সিএমইউজে'র নিন্দা নাগেশ্বরীতে চরাঞ্চলের উন্নয়নে সাংবাদিক ও এনজিও’র ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা ঝিনাইগাতীর নলকুড়া ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অংশগ্রহণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীর কাংশা ইউনিয়নে জেন্ডার সমতা ও দায়িত্ব, নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ/মত বহির্ভূত বিবাহ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শ্রীমঙ্গলের শাপলাবাগ মাদক ব্যবসা বন্ধে মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি কালিগঞ্জে মানব পাচার প্রতিরোধে রেফারেল পাথ‌ওয়ে নেটওয়ার্ক সক্রিয়করণ সভা অনুষ্ঠিত সামাজিক সম্প্রীতি ও সমাজের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। কচুয়ায় সরকারি খাল দখল করে কালভার্ট নির্মাণের অভিযোগ রামগড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ ৩ দোকানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত কচুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুব আলম গ্রেফতার সংস্কারের দোহাই দিয়ে কালক্ষেপণ নয়, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিন - মামুনুর রশিদ মামুন আশাশুনিতে বিভিন্ন দাবীতে স্বাস্থ্য সহকারীদের স্বারকলিপি প্রদান ঝিনাইগাতীর ধানশাইল ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অংশগ্রহণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লাখাইয়ের সড়কে বর্ষা আসতেই শুরু হয় যানচলাচলে ভোগান্তি, রাস্তা উঁচু করতে ইউনিয়ন বাসীর দাবি। ঈদুল আজহা উপলক্ষে বাকৃবিতে ১৪ দিনের ছুটি ঘোষণা

প্রায় দেড়শ বছর ধরে চলে আসছে নাপাইচন্ডী মেলায় গাজী সাহেবের দরগাহে মান্নতি প্রথা

গাজী সাহেব ওরফে গাজী শেখ নামে ধর্মপ্রাণ একজন দরবেশ ব্যক্তি ছিলেন। তার মৃত্যুর পর একমাত্র পুত্র গরিবুল্লাহ শেখ তাকে রংপুরের পীরগাছার চন্ডীপুর মৌজার জেএল নং-৭৫, আরএস খতিয়ান নং-২৫ ও ১৬০১, আর এস দাগ নং-৬৫২, জমির পরিমাণ ১২০ শতক এর মধ্যে দাগের দক্ষিণাংশে কবরস্থ করেন। এর কিছুদিন পর তার বিবি গরিবুল্লাহ শেখের মা মৃত্যুবরণ করলে গাজী সাহেবের কবরের উত্তর পাশে সন্নিকটে সমাহিত করা হয়। পরবর্তীতে গরিবুল্লাহ শেখ তার পিতামাতার কবরের উপর আলাদা আলাদা স্থানে ছোট বড় দুইটি সৌধ বা দরগাহ নির্মাণ করেন। গাজী সাহেবের মৃত্যুর দিনটি ছিল বৈশাখ মাসের বৃহস্পতিবার। তখন থেকে বৈশাখ মাসের প্রতি বৃহস্পতিবার করে গাজী সাহেবের ওরস শরিফ উপলক্ষ্যে ওইদিন করে নাপাইচন্ডীর মেলা হয়। মেল্রাদিন বিভিন্ন এলাকা থেকে আগত লোকজন কবর জিয়ারত ও দোয়া খায়েরসহ মান্নতি কার্যকলাপ পূরণ করে থাকেন। যা পরিচালনাসহ সেখানকার শৃঙ্খলা রক্ষা করে আসছেন গাজী সাহেবের পুত্র গরিবুল্লাহ শেখ। পরবর্তীতে গরিবুল্লাহ শেখের মৃত্যুর পর তার একমাত্র পুত্র গমির শেখ উক্ত দরগাহের পরিচালনাসহ মেলা পরিচালনা করেন।
গমির শেখের মৃত্যুর পর তার ওয়ারিশ আব্দুল খালেক গং অদ্যবধি পর্যন্ত গাজী সাহেব ও তার বিবির দরগাহে আগত বিভিন্ন এলাকার হিন্দু-মুসলমান নারী-পুরুষ ও ভক্তবৃন্দ কবর জিয়ারত ও ধর্মীয় রীতি অনুযায়ী ভক্তিসহ সিন্নি সালাদ প্রদান করেন।
কিন্তু এলাকার কিছু কুচক্রিমহল দীর্ঘদিন থেকে চলে আসা প্রথা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার হীন উদ্দেশ্যে গমির শেখের ওয়ারিশ আব্দুল খালেক গংদেরকে বিতাড়িত করার জন্য জোর প্রচেষ্টা চালান। বিষয়টি সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাগণকে জানালে তাদের কাছ থেকে কোন ন্যায়সংগত প্রতিকার পাওয়া যায় নাই। 
উল্লেখ্য যে, তফশীল বর্ণিত জমি নিয়ে রংপুর জেলা স্পেশাল জজ আদালতে মামলা চলমান রয়েছে এবং আব্দুল খালেক গংদের আবেদনের প্রেক্ষিতে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন। যা বলবত রয়েছে। আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও কুচক্রিমহল ওই জমিতে বারবার অবৈধভাবে অনুপ্রবেশের পাঁয়তারা করে আসছেন। যা সুস্পষ্ট আদালত অবমাননার শামিল।
আরও খবর