বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা’র নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে উন্নীতকরণের লক্ষ্যে শেরপুরের ঝিনাইগাতীতে যুবলীগের তারুণ্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২২ জুলাই শনিবার দুপুরে রাংটিয়া রেঞ্জ অফিসের সামনে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি। এসময় তিনি বলেন, সারা বিশ্বে শেখ হাসিনা একটি মডেল। এই সরকারের আমলে যে পরিমাণ উন্নয়ন হয়েছে, স্বাধীনতার পর এত উন্নয়ন আর কখনো হয়নি। এ কারণে ”শেখ হাসিনার কোন বিকল্প নেই, শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা-ই”। উপজেলা যুবলীগের সভাপতি ফজিলা খাতুন শারমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় এসময় সমাবেশে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, জেলা যুব লীগের সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেনসহ জেলা ও উপজেলার পর্যায়ের নেতাকর্মীগণ। আলোচনা সভার আগে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।
৩ দিন ২০ ঘন্টা ২৩ মিনিট আগে
৩ দিন ২০ ঘন্টা ২৩ মিনিট আগে
৪ দিন ১৯ ঘন্টা ৪৫ মিনিট আগে
৪ দিন ২১ ঘন্টা ৩০ মিনিট আগে