শেরপুরের ঝিনাইগাতীতে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে ষাড় গরু বিতরণ করা হয়েছে। ২১ আগস্ট সোমবার সকালে ঝিনাইগাতী উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ২৭টি ষাড় গরু বিতরণ করা হয়। এ ষাড় গরু বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ ফয়জুর রাজ্জাক আকন্দ, ভেটেনারি সার্জন ডাঃ আল আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান। এসময় উপজেলার ২৭টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে ২৭টি ষাড় গরু বিতরণ করা হয়। প্রাণীসম্পদ দপ্তর সূত্রে জানা যায়, পরবর্তীতে আরো ৩২টি ষাড় গরু বিতরণ করা হবে।
৩ দিন ২০ ঘন্টা ২০ মিনিট আগে
৩ দিন ২০ ঘন্টা ২০ মিনিট আগে
৪ দিন ১৯ ঘন্টা ৪২ মিনিট আগে
৪ দিন ২১ ঘন্টা ২৭ মিনিট আগে