শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের তামাগাও এলাকা থেকে ২২ আগস্ট ২০২৩ মঙ্গলবার ভোর সোয়া ৬টায় অটো গাড়িযোগে অবৈধভাবে আমদানীকৃত ৭ বস্তা ভারতীয় প্রসাধনী সামগ্রী, ব্যাথা নাশক ক্রীম ও চশমা উদ্ধর করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। উদ্ধারকৃত মালামালের সাথে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলো উপজেলার গোমড়া গ্রামের মৃত আব্দুল লতিফের পুত্র শামছুল হক (৫০), তামগাও লাল মিয়ার পুত্র সোলায়মান, কফিল উদ্দিনের পুত্র আবু তাহের। থানার সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওসি মনিরুল আলম ভুইয়ার নির্দেশে একদল পুলিশ সদস্য তামাগাও গ্রাম থেকে অবৈধভাবে আমদানীকৃত ভারতীয় প্রসাধনী সামগ্রী, ব্যাথা নাশক ক্রীম ও চশমাসহ হাতেনাতে ওই ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য সাড়ে চার লাখ টাকা। আজ দুপুরে আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
৩ দিন ২০ ঘন্টা ২৩ মিনিট আগে
৩ দিন ২০ ঘন্টা ২৩ মিনিট আগে
৪ দিন ১৯ ঘন্টা ৪৫ মিনিট আগে
৪ দিন ২১ ঘন্টা ৩০ মিনিট আগে