২ সেপ্টেম্বর শনিবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে শেরপুর জেলা বিএনপি’র সহসভাপতি ও ঝিনাইগাতী উপজেলা বিএনপি’র আহ্বায়ক মো. আব্দুছ সালাম (৭৩) শেরপুর জেলা সদর হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।অপরদিকে, ৩ সেপ্টেম্বর রবিবার সকাল ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা যাওয়ার পথে উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ রেজাউর রহমান (৭২) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। এ দুই বর্ষীয়ান রাজনীতিবিদের আকস্মিক মৃত্যুর খবর পেয়ে জেলা বিএনপি’র সভাপতি সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল ও সাধারণ সম্পাদক আলহাজ হযরত আলীসহ দলীয় নেতৃবৃন্দ হাসপাতাল এবং তাদের বাড়িতে মরদেহ দেখতে যান এবং জানাজা নামাজে অংশ নেন তারা। এদিকে এ দুই বর্ষীয়ান রাজনীতিবিদের আকস্মিক মৃত্যুর খবর পেয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক পৃথক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সহ-দফতর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত শোকবার্তায় মহাসচিব বলেছেন, ‘তারা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে বিশ্বাসী ছিলেন। শেরপুর জেলা বিএনপি ও ঝিনাইগাতী উপজেলা বিএনপিকে মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে তারা নিরলসভাবে কাজ করে গেছেন। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামে তারা সাহসী ভূমিকা পালন করেছেন। তাদের মৃত্যুতে আমি শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। মহান আল্লাহ রাব্বুল আলামীন তাদের জান্নাত নসীব ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের ক্ষমতা দান করুন এই দোয়া করি। আমি আব্দুছ সালাম ও রেজাউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয় স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা'।
৩ দিন ২০ ঘন্টা ২০ মিনিট আগে
৩ দিন ২০ ঘন্টা ২০ মিনিট আগে
৪ দিন ১৯ ঘন্টা ৪২ মিনিট আগে
৪ দিন ২১ ঘন্টা ২৭ মিনিট আগে