“কাউকে পশ্চাতে রেখে নয়। ভালো উৎপাদনে উত্তম পুষ্টি, সুরক্ষিত পরিবেশ এবং উন্নত জীবন” এই প্রতিপাদ্য নিয়ে শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব খাদ্য দিবস-২০২২ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ অক্টোবর সোমবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা কৃষক প্রশিক্ষণ সেন্টারে আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন দিলদারের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার ফরহাদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল কবীর। এসময় আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত কৃষি অফিসার দিলরুবা আক্তার। আলোচনা সভায় উপজেলা মৎস্য অফিসার দিলরুবা আক্তার লাকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মান্নানসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তা, সাংবাদিক, কৃষক-কৃষাণীগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা খাদ্য উৎপাদন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
৩ দিন ১০ ঘন্টা ২৪ মিনিট আগে
৩ দিন ১২ ঘন্টা ৪২ মিনিট আগে
৩ দিন ১২ ঘন্টা ৫৬ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ৪৮ মিনিট আগে
৪ দিন ১১ ঘন্টা ৯ মিনিট আগে
৪ দিন ১১ ঘন্টা ২৯ মিনিট আগে