সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার নালিতাবাড়ীর নন্নী ইউনিয়নে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ইবির আরবী বিভাগে স্নাতকোত্তর শিক্ষার্থীদের বিদায় ও সভাপতির দায়িত্ব হস্তান্তর আনুলিয়ায় ৫০০ পরিবারকে হাইজিন ডিগনিটিকিটস ও নগদ অর্থ সহায়তা ঝিনাইগাতীর গজনী অবকাশের মিনি চিড়িয়াখানায় বন্য প্রাণী অপরাধ দমন টিমের অভিযান, ১৭ বন্য প্রাণী আটক ক্ষেতলালে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ ঘাটাইলে বাব ছেলেকে কুপিয়ে আহত করার প্রতিবাদ ও আ'লীগ নেতার বিচারের দাবিতে মানববন্ধন কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯০ শতাংশ দিনাজপুরে সাংবাদিক ইউনিয়নের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত অবৈধভাবে ডাম্পার পরিচালনাকালে মোবাইলকোর্টে জরিমানা শৈলকুপায় বিপ্লব সুপার হাইব্রিড পেয়াজ এর মাঠদিবস অনুষ্ঠিত গজ, সিরিঞ্জ ছারাই চলছে গলাচিপা হাসপাতালের জরুরী বিভাগ বাকৃবি কেন্দ্রে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন সাঁতার কেটে কুতুবদিয়া চ্যানেল পাড়ি দিলেন ১৫ সাঁতারু শান্তিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুদি দোকানসহ ১০ বসতঘর পুড়ে ছাই ধুলোর ঝাঁপি থেকে ফানেল ঘূর্ণি: কোন ঝড় কত ভয়ংকর আদমদীঘিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ট্রাক্টর চালককে হত্যা মোংলায় কোস্টগার্ডের অভিযানে হরিণের চামড়াসহ ২৪ কেজি মাংস উদ্ধার পাগলা মসজিদের দানবাক্সে টাকা ও স্বর্ণালংকারের সাথে চিরকুট আগুনে পুড়লো বসতঘর, গুরুতর আহত-২, ক্ষয়ক্ষতি ৬ লাখ

ঝিনাইগাতীতে ইমান আলী ওরুফে ফেকাসু হত্যাকান্ডের সাথে জড়িত আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের কাংশা গ্রামের ইমান আলী ওরুফে ফেকাসু হত্যাকাণ্ডের ১৫ দিন অতিবাহিত হলেও ঘটনার সঙ্গে জড়িত এজাহারভুক্ত আসামীদের এখনও গ্রেফতার করা হয়নি বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। উল্টো আসামী পক্ষের লোকজন আপস নিষ্পত্তি ও মামলা তুলে নেওয়ার জন্য প্রতিনিয়ত হুমকি-ধমকি দিচ্ছে ফেকাসুর পরিবারকে। আসামিদের গ্রেফতার ও স্বামী হত্যার বিচার চেয়ে ২১ অক্টোবর শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করেছেন নিহত ইমান আলী ওরুফে ফেকাসুর স্ত্রী কমেলা বেগম, ভাই শামছুল হক ও আব্দুল লতিফসহ পরিবারের অন্যান্য সদস্যগণ। সংবাদ সম্মেলনে নিহত ফেকাসুর মেয়ে ঝুমা আক্তার লিখিত বক্তব্য উপস্থাপন করেন। এ সময় নিহতের স্ত্রী, ভাই, পরিবারের অন্যান্য সদস্য ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে নিহতের মেয়ে অভিযোগ করেন, গত ৬ অক্টোবর বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে মেয়ের বাড়ীতে যাওয়ার জন্য তার বাবা বাড়ী থেকে বের হয়। এসময় কাংশা বাজারের দক্ষিণ পার্শ্বে যাওয়া মাত্রই পূর্ব পরিকল্পিতভাবে প্রধান আসামী আব্দুর জুব্বারসহ ২৫/৩০ জন লোক প্রকাশ্য দিবালকে দা, কুচা, ফালা, কুড়াল, লাঠি-সোঠা দিয়ে তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। যা তাৎক্ষণিক ভাবে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ওই সময় পুলিশ ঘটনাস্থলে এসে ৮জন আসামীকে গ্রেফতার করে। ওইদিনই ফেকাসুর স্ত্রী কমেলা বেগম ঝিনাইগাতী থানায় ২৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে আর কোন আসামী গ্রেফতার হয়নি। এ বিষয়ে ঝিনাইগাতী থানার ওসি মনিরুল আলম ভুইয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ওইদিনই ৪ জন পুরুষ ও ৪ জন মহিলাসহ ৮জনকে গ্রেফতার করা হয়েছে। এজাহারনামীয় বাকী আসামীগণ পলাতক রয়েছে। তবে আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে। দ্রুত আসামীদের গ্রেফতার করা হবে।

আরও খবর