শেরপুর জেলা পুলিশের আয়োজনে ২৯ অক্টোবর শনিবার বিকেল ৩টায় বিপুল উৎসহ-উদ্দীপনার মধ্যে দিয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে পুলিশ সুপার কার্যালয়ে বঙ্গবন্ধু গ্যালারী উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশ ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য। পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য। র্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালি শেষে পুলিশ সুপার মো. কামরুজ্জামানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার কমান্ড্যান্ট (পুলিশ সুপার) আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তোফায়েল আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শেরপুর জেলা ইউনিট কমান্ড সাবেক কমান্ডার এএসএম নুরুল ইসলাম হিরো। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন, জেএন্ডএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও তরুণ শিল্পপতি, সাপ্তাহিক দৃশ্যপট’র প্রকাশক-সম্পাদক মোঃ সাদুজ্জামান সাদী, জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তা-কর্মচারী, সকল থানার অফিসার ইনচার্জগণ, জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি/সাধারণ সম্পাদকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
৩ দিন ১০ ঘন্টা ৩১ মিনিট আগে
৩ দিন ১২ ঘন্টা ৪৯ মিনিট আগে
৩ দিন ১৩ ঘন্টা ৩ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ৫৫ মিনিট আগে
৪ দিন ১১ ঘন্টা ১৬ মিনিট আগে
৪ দিন ১১ ঘন্টা ৩৭ মিনিট আগে