শেরপুর জেলার ঝিনাইগাতীতে ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ৩১ অক্টোবর সোমবার বিকেলে শেরপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২৩ এর আওতায় ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলায় ৫টি দল অংশ নেয়। মুখোমুখি হয় আহাম্মদ নগর উচ্চ বিদ্যালয় বনাম ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়। এ খেলায় চ্যাম্পিয়ন হয় আহাম্মদ নগর উচ্চ বিদ্যালয় ও রানার্স আপ হয় ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর। ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান আব্দুল হামিদ আকন্দের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহ আলম। ওই সময় স্বাগত বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার। অতিথিদের মধ্যে শালচূড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, আহাম্মদ নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হকসহ অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন। সেরা খেলোয়ার হিসেবে স্বীকৃতি লাভ করেন, মাশরাফুজ্জামান। খেলা পরিচালনায় ছিলেন, ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক হারুন উর রশিদ।
৩ দিন ১০ ঘন্টা ৩৪ মিনিট আগে
৩ দিন ১২ ঘন্টা ৫২ মিনিট আগে
৩ দিন ১৩ ঘন্টা ৬ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ৫৮ মিনিট আগে
৪ দিন ১১ ঘন্টা ১৯ মিনিট আগে
৪ দিন ১১ ঘন্টা ৪০ মিনিট আগে