সড়ক দুর্ঘটনায় শেরপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের গুরুতর আহত হয়েছেন। ১৪ জুন সন্ধ্যায় রাংটিয়া-ঝিনাইগাতী সড়কের শালচূড়া এলাকায় মোটরসাইকেল ও অটোরিকশার ধাক্কায় এ দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, গুরুতর আহত স্থানীয়রা উদ্ধার করে আবু তাহেরকে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে শেরপুর সদর হাসপাতাল, তারপর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। প্যানেল চেয়ারম্যান আবু তাহেরের পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া কামনা করেছেন। অপরদিকে ওই মোটরসাইকেলের চালক নলকুড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মিলন মিয়াও আহত হয়েছেন। তিনি ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।
২ দিন ১৭ ঘন্টা ৪৪ মিনিট আগে
২ দিন ১৭ ঘন্টা ৪৫ মিনিট আগে
৩ দিন ১৭ ঘন্টা ৭ মিনিট আগে
৩ দিন ১৮ ঘন্টা ৫১ মিনিট আগে