শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় কারিতাসের মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুন ২০২৪ মঙ্গলবার উপজেলা পরিষদ হল রুমে এ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জাবের আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুয়েল। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো: রেজুয়ান ইফতেখার, শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী, উপজেলা সমবায় অফিসার মো: নুরুজ্জামান খান, উপজেলা শিক্ষা অফিসার মো: তৌহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মো: কামরুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: আব্দুল মজিদ, জনস্বাস্থ্য প্রকৌশলী মো: মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আমীর হোসেন, টিডব্লিউএ শ্রীবরদী উপজেলা শাখার ভাইস চেয়ারম্যান বীরেন্দ্র চন্দ্র বর্মন, সীডস কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার দুলেন আরেং, পিও (ইআই) মো: ওসমান গণি, ফাইন্যান্স অফিসার শ্যামল কৃঞ্চ চন্দ, উপজেলা সমন্বয়কারী সত্যজিত মৃ, মাঠ সহায়ক সুলভ দফো ও তিলোত্তমা রিছিল প্রমুখ। অবহিতকরণ সভায় জানানো হয় কারিতাসের মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) প্রকল্প আগামী ৫ বছরের জন্য (২০২৪-২০২৮) স্ট্রমী ফাউন্ডেশনের সহায়তায় বিভিন্ন কার্যক্রম যেমন: পরিবার পর্যায়ে পরিবার উন্নয়ন পরিকল্পনা, আত্মনির্ভরশীল দল গঠন, সামাজিক সংগঠন গঠন, কৃষি ও প্রাণিসম্পদ কাজে সহায়তা, ইউনিয়ন পরিষদে যোগাযোগ, বেকার যুবক-যুবতীদের কারিগরি প্রশিক্ষণ প্রদানে সহায়তা, প্রান্তিক পর্যায়ে আদিবাসী শিশুদের মাতৃভাষায় শিক্ষা দানের মাধ্যমে স্কুলমুখী কার্যক্রম, সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন কার্যক্রম, কিশোর-কিশোরীদের জীবন গঠনের জন্যে সংলাপ সেন্টারের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম তথা বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান প্রভৃতি কার্যক্রম সম্পর্কে তুলে ধরেন। অবহিতকরণ সভায় বিভিন্ন শ্রেণীপেশার প্রায় ৪০ জন মানুষ উপস্থিত ছিলেন।
২ দিন ১৭ ঘন্টা ৪৪ মিনিট আগে
২ দিন ১৭ ঘন্টা ৪৫ মিনিট আগে
৩ দিন ১৭ ঘন্টা ৭ মিনিট আগে
৩ দিন ১৮ ঘন্টা ৫১ মিনিট আগে