শেরপুরের ঝিনাইগাতীতে যুবলীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালিত হয়েছে। ৩ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলা যুবলীগের আয়োজনে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। উপজেলা যুবলীগের সভাপতি ফজিলা শারমীনের সভাপতিত্বে উপজেলা যুবলীগ কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় জেল হত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব একেএম বেলায়েত হোসেন, মহিলা আওয়ামীলীগের আহবায়ক আয়শা সিদ্দিকা রুপালীসহ অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য, ১৯৭৫ সালের ৩ নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতা, বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রীসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ.এইচ.এম কামারুজ্জামানকে নির্মম ও নৃশংসভাবে হত্যা করা হয়।
৩ দিন ১০ ঘন্টা ৪১ মিনিট আগে
৩ দিন ১২ ঘন্টা ৫৯ মিনিট আগে
৩ দিন ১৩ ঘন্টা ১৩ মিনিট আগে
৪ দিন ১১ ঘন্টা ৫ মিনিট আগে
৪ দিন ১১ ঘন্টা ২৬ মিনিট আগে
৪ দিন ১১ ঘন্টা ৪৭ মিনিট আগে