শেরপুর জেলার ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের আয়োজনে জেল হত্যা দিবস পালিত হয়েছে। ৩ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, উপজেলা শিক্ষা অফিসার নুরুন নবী প্রমুখ। এসময় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৯৭৫ সালের ৩ নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতা, বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রীসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ.এইচ.এম কামারুজ্জামানকে নির্মম ও নৃশংসভাবে হত্যা করা হয়।
৩ দিন ১০ ঘন্টা ২১ মিনিট আগে
৩ দিন ১২ ঘন্টা ৪০ মিনিট আগে
৩ দিন ১২ ঘন্টা ৫৩ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ৪৬ মিনিট আগে
৪ দিন ১১ ঘন্টা ৭ মিনিট আগে
৪ দিন ১১ ঘন্টা ২৭ মিনিট আগে