বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শেরপুর জেলা কারাগারে দুষ্কৃতিকারীদের হামলার প্রেক্ষিতে কারাগার থেকে পলায়নকারী সকল বন্দীদের আত্মসমর্পণের জন্য গণবিজ্ঞপ্তি জারি করেছেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মনিরুল হাসান। আজ ২৮ আগস্ট বুধবার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে ওই নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, পলায়নকারী সকল কারাবন্দিকে সংশ্লিষ্ট আদালত অথবা থানায় অবিলম্বে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। উল্লেখ্য, গত ৫ আগস্ট বিকেলে শেরপুর জেলা কারাগারে দুষ্কৃতকারীদের হামলার প্রেক্ষিতে ৫১৮ জন বন্দী পালিয়ে যায়।
২ দিন ১১ ঘন্টা ৪৯ মিনিট আগে
২ দিন ১১ ঘন্টা ৪৯ মিনিট আগে
৩ দিন ১১ ঘন্টা ১১ মিনিট আগে
৩ দিন ১২ ঘন্টা ৫৬ মিনিট আগে