নববর্ষ ঘিরে সারাদেশে নিরাপত্তা জোরদার: র‌্যাব ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সমর্থন ইতিহাসে লিপিবদ্ধ থাকবে সোনার দামে আবার রেকর্ড, এবার বড় লাফ দেশে ফিরেছেন সেনাপ্রধান সুদানে আরএসএফের হামলায় ২০ শিশুসহ নিহত শতাধিক বাংলাদেশ শিক্ষক সমিতি ফটিকছড়ি উপজেলা শাখার আহবায়ক কমিটি ঘোষণা আন্তঃকলেজ বিতর্কে বিভাগীয় চ্যাম্পিয়ন রাজশাহী কলেজ সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার নালিতাবাড়ীর নন্নী ইউনিয়নে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ইবির আরবী বিভাগে স্নাতকোত্তর শিক্ষার্থীদের বিদায় ও সভাপতির দায়িত্ব হস্তান্তর আনুলিয়ায় ৫০০ পরিবারকে হাইজিন ডিগনিটিকিটস ও নগদ অর্থ সহায়তা ঝিনাইগাতীর গজনী অবকাশের মিনি চিড়িয়াখানায় বন্য প্রাণী অপরাধ দমন টিমের অভিযান, ১৭ বন্য প্রাণী আটক ক্ষেতলালে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ ঘাটাইলে বাব ছেলেকে কুপিয়ে আহত করার প্রতিবাদ ও আ'লীগ নেতার বিচারের দাবিতে মানববন্ধন কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯০ শতাংশ দিনাজপুরে সাংবাদিক ইউনিয়নের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত অবৈধভাবে ডাম্পার পরিচালনাকালে মোবাইলকোর্টে জরিমানা শৈলকুপায় বিপ্লব সুপার হাইব্রিড পেয়াজ এর মাঠদিবস অনুষ্ঠিত গজ, সিরিঞ্জ ছারাই চলছে গলাচিপা হাসপাতালের জরুরী বিভাগ বাকৃবি কেন্দ্রে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন

সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস হতে নৈশপ্রহরী নূরুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস হতে নৈশপ্রহরী নূরুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার

 সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের একটি রুম হতে নূরুল ইসলাম (৬০) নামের এক নৈশ প্রহরীর সিলিং ফ্যানে গলায় ফাঁস দেওয়া  ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যার দিকে সিলিং ফ্যানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার  ঘটনা ঘটেছে বলে জানা যায় ।

অফিস সহকারী আতিকুল ইসলাম আতিক

 জানালার দিকে তাকিয়ে দেখেন যে  নৈশপ্রহরী নূরুল ইসলাম রুমের ফ্যানের সাথে গলায় ফাঁসে ঝুলন্ত অবস্থায় দেখে সংগেই জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে জানান। 

তবে এটি হত্যা নাকি আত্নহত্যা সেই প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকেই।

 নূরুল ইসলাম সিরাজগঞ্জ পৌরএলাকার  কোলগয়লা মহল্লার বাসিন্দা। তিনি প্রায় ৩০ বছর ধরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। 

অফিস সহকারী আতিকুল ইসলাম আতিক বলেন, আমরা বৃহস্পতিবারে একসাথে অফিস করেছি। সে নৈশপ্রহরী হওয়ায় প্রতিদিন অফিসেই থাকত। 

এ ঘটনায়  জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ  হারুনর রশিদ বলেন, এ বিষয়টি আমি জানার পরই থানায় অবহিত করি। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে ঝুলন্ত  মরদেহ উদ্ধার করে। 

পুলিশ  ঘটনাটি  খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন  বলে জানান।  

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ  (ওসি) মোঃ সিরাজুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশের একটি টিম  পাঠানো হয়  তারা মরদেহ উদ্ধার  করছে। তবে এটি আত্নহত্যা না হত্যা সেটা এখনই বলা যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর