কোম্পানীগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি নির্বাচিত শেখ ফরিদ আহম্মেদ কচুয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত কচুয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশগ্রহণ করলেন মানবতার আহবান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এস এম সাইদুর রহমান নাবিল পবিপ্রবির নতুন বাসে ভুল বানান: দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের অবহেলার অভিযোগ শেরপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন-এর ঝিনাইগাতী উপ-শাখা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বাকৃবিতে শিক্ষক-শিক্ষার্থী মতবিনিময়ে শিক্ষার মানোন্নয়ন ও মাদকবিরোধী আলোচনা নওয়াপাড়া পৌরসভার মহাকাল ১ নম্বর ওয়ার্ডের পূর্বাচল লেনে জলাবদ্ধতায় জনদুর্ভোগ শান্তিগঞ্জের পাইকাপনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আব্দুল্লাহ ফাউন্ডেশন লালপুরে কোরবানির জন্য প্রস্তুত ৭৬ হাজার পশু বোতল কাণ্ডে আটক জবি শিক্ষার্থী, ডিবি অফিস ঘেরাও এর হুঁশিয়ারি মোংলায় ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে আজ সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ফিলিস্তিন দখলের ৭৭ বছর পূর্ণ হলো মোংলা বন্দরে মিথ্যা ঘোষণায় আমদানিকারক “মুন্না এন্টারপ্রাইজ”এর মালিককে খুঁজছে কাস্টমস বেইজ বিল্ড ডিজিটাল একাডেমিতে দুই দিন ব্যাপী ইংরেজি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। শ্যামনগর সুপেয় পানির দাবিতে ব্যতিক্রমধর্মী এক ম্যারাথন সাবেক বর্তমান জবিয়ানদের সমাগমে কাকরাইলে জনস্রোত নামাজ শেষে জবি শিক্ষার্থীদের সমাবেশ শুরু ঝিনাইগাতীতে অবৈধভাবে বালু উত্তোলনের ৩টি ড্রেজার মেশিন, ৪টি টাওয়ারসহ পাইপ ধ্বংস করা হয়

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিভাগীয় শিক্ষার্থী সমিতির নেতৃত্বে লিমন-সৌরভ


রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিভাগীয় শিক্ষার্থীদের ছাত্র কল্যাণ সমিতি - ঢাকা ডিভিশন স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। উক্ত পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন লিমন মিয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সৌরভ শিকদার। 


আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে সংগঠনটির নতুন পরিষদ। এর আগে বিগত আট তারিখ পরিষদটি অনুমোদন দেয়া হয়।



এছাড়াও সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন স্বর্ণা রাণী দাস এবং মো. লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. শাহারিয়ার হাসান, কোষাধ্যক্ষ পদে দায়িত্বে রয়েছেন মো. শিশির ভূঁইয়া। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রিয়ন্তি ইসলাম দিয়া ও শাহখাওয়াত হোসেন, অফিস সম্পাদক হয়েছেন সাথী আক্তার, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাসুমা পারভিন, সাংস্কৃতিক সম্পাদক লতা রানী, গবেষণা ও তথ্য সম্পাদক মো. সৈকত হাসান, প্রকাশনা ও প্রচার সম্পাদক সাদমান সাকিব, শিক্ষা সম্পাদক মো. নাজমুল খান, ক্রীড়া সম্পাদক মো. জুবায়ের আহমেদ ত্বহা, হসপিটালিটি বিষয়ক নির্বাহী সম্পাদক সাদিয়া এবং ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রিমি সুলতানা।


এছাড়াও পরিষদের ১৫ জন নির্বাহী সদস্য হলেন কামরুল হাসান, লামিয়া আক্তার, অশ্মিতা সেন, শামসুল আরেফিন শিবলি, দিলওয়ারা ঐশী, মাহফুজা আক্তার মনি, নিলাঞ্জন সাহা, মো. আলহাজ আহসান, আফরোজা আক্তার, ফাহমিদা ইয়াসমিন দীপা, মায়া খাতুন,  বিউটি সাহা, মেধা আক্তার, প্রতিভা দাস, রনি আক্তার।


ঢাকা ডিভিশন স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উপদেষ্টামন্ডলী এবং সদ্য সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে অনুমোদিত হয়েছে পরিষদটি। এর মাধ্যমে ঢাকা বিভাগের শিক্ষার্থীদের কল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল এবং কার্যকর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন শিক্ষার্থীরা।

Tag
আরও খবর